শ্বেতা মিত্র, কলকাতাঃ যত সময় এগোচ্ছে ততই যেন রেকর্ড গড়ছে বাংলার তাপমাত্রা। সবথেকে বড় কথা, দার্জিলিং, কালিম্পঙ-এর ঠান্ডার সঙ্গে পাল্লা দিচ্ছে দক্ষিণবঙ্গের জেলাগুলির পারদ। তবে নতুন করে এই শীতেও ব্রেক লাগতে চলেছে। ফের একবার বৃষ্টির সম্ভাবনা জারি হল দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের জেলাগুলিতে। হ্যাঁ, ঠিকই শুনেছেন। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন দক্ষিণ আন্দামান সাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়েছে দক্ষিণ বঙ্গোপসাগরে। ফলে নতুন করে সোয়েটার, জ্যাকেট পরার পাশাপাশি ব্যাগে কিন্তু খাতা রাখতে ভুলবেন না, নইলেই বিপদে পড়বেন আপনি।
আজ মঙ্গলবার নতুন করে বাংলার বেশ কিছু জেলায় তীব্র সতর্কতা জারি করা হয়েছে। কোথাও মাত্রাতিরিক্ত ঠান্ডা তো আবার কোথাও ঘন কুয়াশার জন্য। সপ্তাহের শেষে নতুন করে দক্ষিণবঙ্গে জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা জারি করেছে আলিপুর। যাইহোক তাহলে আর দেরি না করে জেনে নেওয়া যাক আজ সারাদিন বাংলার আবহাওয়া কেমন থাকবে সেই সম্পর্কে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে দক্ষিণবঙ্গের আবহাওয়া নিয়ে একটি বুলেটিন জারি করা হয়েছে আর এই বুলেটিন দেখলে আপনারা চোখ কপালে উঠতে পারে। আজ পাঁচ জেলায় তীব্র সতর্কতা জারি করা হয়েছে। জানানো হয়েছে এদিন ঘন কুয়াশার দাপট থাকবে মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এবং নদিয়া জেলায়। হ্যাঁ ঠিকই শুনেছেন। উল্লেখিত এই জেলাগুলিতে হলুদ সর্তকতা জারি করা হয়েছে হাওয়া অফিসের তরফে। মঙ্গলবার থেকে ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা। ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। আংশিক মেঘলা আকাশের সম্ভাবনাও থাকছে।
উত্তরবঙ্গের আবহাওয়া
এবার জেনে নেওয়া যাক উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। দক্ষিণবঙ্গের পাশাপাশি ঘন কুয়াশা ও ঠান্ডার দাপট চলবে উত্তরবঙ্গের একাধিক জেলাতেও। এদিন হলুদ সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং,জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায়।
আগামীকালের আবহাওয়া
বুধবার বিশেষ সতর্কতা জারি করা হয়েছে হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, ২ মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পূর্ব বর্ধমানে। সেইসঙ্গে শীত, কুয়াশা ও বৃষ্টির খেলা হবে দার্জিলিং, কালিম্পঙ ও জলপাইগুড়ি জেলায়।
এদিকে আগামী ২০ ডিসেম্বর বাংলাদেশ কিছু জেলায় বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে হাওয়া অফিসের তরফে। শুক্রবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব বর্ধমান, হুগলি, উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা এবং কলকাতায়।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |