দীপাবলির আগেই শীত, ঘূর্ণাবর্তের জেরে দক্ষিণবঙ্গের ৯ জেলায় বৃষ্টি! আজকের আবহাওয়া

Published:

south bengal weather today
Follow

সহেলি মিত্র, কলকাতাঃ আর মাত্র কয়েকটা দিন, ব্যস তারপরেই বাংলার কিছু অংশ থেকে এবছরের মতো বর্ষা পাকাপাকিভাবে বিদায় নেবে। আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস মতে, আগামী ২ থেকে ৩ দিন, এই সময়সীমার মধ্যে বাংলার কিছু অংশ থেকে বর্ষা বিদায়ের জন্য অনুকূল পরিস্থিতি রয়েছে। এদিকে বৃষ্টি যে বাংলার পিছু এখনই ছাড়ছে না সেটাও বলা হয়েছে হাওয়া অফিসের তরফে। জানা গিয়েছে, দক্ষিণ বাংলাদেশ এবং সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরের উপর বায়ুমণ্ডলের উপরের স্তরে রয়েছে একটি ঘূর্ণাবর্ত। এর জেরে বর্ষণ চলবে কিছু জেলায়। আজ রবিবার ছুটির দিনেও কলকাতা সহ বাংলার বহু জেলা ভিজবে বলে খবর।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

প্রথমেই আসা যাক দক্ষিণবঙ্গের আবহাওয়া (South Bengal Weather Today) সম্পর্কে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, আজ ছুটির দিন দক্ষিণবঙ্গের পূর্ব বর্ধমান, নদীয়া, হুগলী, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা,পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের জোড়ালো সম্ভাবনা রয়েছে। মূলত বাংলাদেশের ওপর থাকা ঘূর্ণাবর্তের সৌজন্যে আজ ও আগামী কয়েকদিন বৃষ্টিপাত চলবে বলে খবর।

উত্তরবঙ্গের আবহাওয়া

এবার আলোচনা করে নেওয়া যাক উত্তরবঙ্গের আবহাওয়ার হাল হকিকত সম্পর্কে। এদিন উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আগামীকালের আবহাওয়া

আপাতত কয়েকদিন বৃষ্টিপাত চলবে বলে জানা গিয়েছে। সোমবার আবার দক্ষিণবঙ্গের পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা এবং হাওড়ার আংশিক কিছু জায়গায় বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের কথা বললে এদিনও দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

শীতের প্রকোপ শুরু

এদিকে উত্তর ভারতে শীতের প্রভাব পড়তে শুরু করেছে। দিল্লি-এনসিআর এবং গাঙ্গেয় অঞ্চলে তাপমাত্রা কমতে শুরু করেছে। দিনের বেলায় রোদ এবং হালকা, ঠান্ডা হাওয়া একটি শীতকালীন পরিবেশ তৈরি করছে, যা স্বাভাবিকের চেয়ে অনেক আগে। সকলের মুখে এক কথা, দীপাবলির অনেক আগেই শীত এসে পৌঁছেছে দেশে। আবহাওয়া দফতরের মতে, এই বছর পাহাড়ে অকাল তুষারপাত এবং পশ্চিমা ঝঞ্ঝা থেকে আসা ঠান্ডা বাতাসের কারণে মানুষ তাদের কম্বল খুলে এয়ার কন্ডিশনার এবং কুলারগুলি তাড়াতাড়ি বন্ধ করে দিয়েছে।

জানলে অবাক হবেন, শুক্রবার, এই শীতে প্রথমবারের মতো, দিল্লির তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেছে, যা ঠান্ডা আবহাওয়ার আগমনের ইঙ্গিত দেয়। আবহাওয়ার পরিবর্তনের সাথে সাথে, শহরে সামান্য ঠান্ডা অনুভূত হয়েছে। শুক্রবার দিল্লির তাপমাত্রা ১৮.৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। 

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join