সহেলি মিত্র, কলকাতাঃ বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির মাঝেই ফের একবার গরমের দাপট শুরু হয়েছে বাংলাজুড়ে। সাধারণ মানুষের দুপুর বেলা বেরোতে গেলেই ঘাম ছুটে যাচ্ছে। লাগছে ছাতা। আগামী দিনে আরো বেশ খানিকটা গরম বাড়বে বলে পূর্বাভাস জারি করে আবহাওয়া দফতর। বুধবারের পর থেকেই বাড়বে গরম। যাই হোক, তবে আজ মঙ্গলবার ফের একবার রাজ্য জুড়ে প্রবল দুর্যোগের পূর্বাভাস জারি করল হাওয়া অফিস। চলুন জেনে নেওয়া যাক আজ সারাদিন কেমন থাকবে বাংলার আবহাওয়া (Weather Today)।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
প্রথমেই জেনে নেওয়া যাক এদিন দক্ষিণবঙ্গের জেলাগুলির আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, মঙ্গলবার বজ্রবিদ্যুৎ সহ ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, নদীয়া, ঝাড়গ্রাম জেলায়।
বৃষ্টির পাশাপাশি উল্লিখিত জেলাগুলিতে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। যদিও বেশি বৃষ্টি এবং ঘন্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ এবং নদীয়া জেলায়।
উত্তরবঙ্গের আবহাওয়া
এবার আসা যাক মঙ্গলবার উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। হাওয়া অফিসের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, এদিন উত্তরবঙ্গের সবকটি জেলাতেই যেমন দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার কোচবিহার, জলপাইগুড়ি, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় ঝেঁপে বৃষ্টি হবে। সেই সঙ্গে ঘন্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে কালবৈশাখীর সম্ভাবনা জারি করা হয়েছে হাওয়া অফিসের তরফে।
আগামীকালের আবহাওয়া
এবার আসা যাক বুধবার বাংলার আবহাওয়া কেমন থাকবে সে বিষয়ে। হাওয়া অফিস জানাচ্ছে, এদিন নদীয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা এবং পূর্ব মেদিনীপুর জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সেই সঙ্গে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |