শ্বেতা মিত্র, কলকাতা: ভরা ফাল্গুন মাসে দুর্যোগের মুখে বাংলা। দু’দিন ধরে টানা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে জেরবার দক্ষিণবঙ্গের জেলাগুলি। জারি করা হয়েছে হলুদ, কমলা সতর্কতা। আপাতত রবিবার অবধি বাংলার আবহাওয়া এমনই থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আজ শুক্রবার ভোরের দিকে কুয়াশায় ঢাকা ছিল চারিদিক। এরপর বেলা বাড়তে কালো মেঘে ঢেকে গিয়েছে আকাশ। বইছে ঠান্ডা হাওয়া। যে কোনো মুহূর্তে বৃষ্টি নামবে বলে মনে হচ্ছে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
আলিপুর হাওয়া অফিস দক্ষিণবঙ্গের জন্য কমলা সতর্কতা জারি করেছে। সেইসঙ্গে বজ্রপাত ও সারা দিন ধরে শিলাবৃষ্টির সম্ভাবনাও জারি করা রয়েছে।রবিবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়ে বজ্রপাতের পূর্বাভাস দিয়েছে আইএমডি । কলকাতা, পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় হাওয়ার গতিবেগ ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টায় পৌঁছাতে পারে বলে আশা করা হচ্ছে।
আজ হলুদ সতর্কতা জারি করা হয়েছে মূলত চার জেলায়। এই জেলাগুলি হল কলকাতা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা। উল্লেখিত জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা। যদিও বর্তমান আবহাওয়ার ধরণ সপ্তাহান্তে অব্যাহত থাকবে বলে আশা করা হচ্ছে, আবহাওয়া অফিস সোমবার থেকে পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে।
উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গেও বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উপ-হিমালয় পশ্চিমবঙ্গের দার্জিলিং এবং কালিম্পং জেলায়ও হালকা বৃষ্টি বা তুষারপাতের সম্ভাবনা রয়েছে।
আগামীকালের আবহাওয়া
২২ থেকে ২৩ ফেব্রুয়ারি দক্ষিণবঙ্গের কিছু জেলায় বৃষ্টিপাত এবং ঝড়ের সম্ভাবনা রয়েছে। এ দিন দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। ঝড়, বজ্রবিদ্যুৎ, বৃষ্টি, শিলাবৃষ্টি কিছুই বাকি থাকবে না। ২২শে ফেব্রুয়ারি পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, হুগলি এবং নদীয়ায় ভারী বৃষ্টিপাত, বজ্রপাত, শিলাবৃষ্টি এবং ঝড়ো হাওয়া (৪০-৫০ কিমি/ঘণ্টা) হতে পারে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় বজ্রপাত এবং ঝড়ো হাওয়া (৩০-৪০ কিমি/ঘণ্টা) হতে পারে।
উত্তরবঙ্গের কথা বললে, দক্ষিণ দিনাজপুর ও মালদা জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |