শ্বেতা মিত্র, কলকাতাঃ শীতের মাঝেই সপ্তাহান্তে ফের একবার বৃষ্টির পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দফতর। কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির আভাস রয়েছে। আজ বৃহস্পতিবার সকাল থেকেই বাংলার আকাশের মুখ ভার। কমে গিয়েছে ঠান্ডাও। ফলে সকলেরই মুখ ভার। আজ রাতের পর থেকে কলকাতা ও আশেপাশের জায়গায় বৃষ্টি শুরু হবে। সবথেকে বড় কথা, ডিসেম্বর মাসেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বলে খবর। এই সপ্তাহের শেষে দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের প্রভাবে। যে কারণে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার মধ্যে ব্যবধান খুব কমে আসায় দিনের বেলাতেও স্যাঁতস্যাঁতে শীত অনুভূত হতে পারে। যাইহোক, আজ বৃহস্পতিবার সারাদিন বাংলার আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে জেনে নেওয়া যাক।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
আজ প্রথমে আলোচনা করা যাক সারাদিন দক্ষিণবঙ্গে জেলাগুলির আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, আগামী দুদিন বাংলার তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রী অবধি বাড়বে। এছাড়া আজ কুয়াশার দাপট বজায় থাকবে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুর জেলায়। ছিটেফোঁটা হলেও বৃষ্টি হতে পারে পূর্ব-পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়।
উত্তরবঙ্গের আবহাওয়া
এবার জেনে নেওয়া যাক আজ সারাদিন উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। যতটা জানা গিয়েছে, আজ উত্তরবঙ্গের কোনও জেলাতে আপাতত কোনওরকম বৃষ্টি সম্ভাবনা নেই। শুধু ঘন কুয়াশার দাপট বজায় থাকবে দার্জিলিং, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদা জেলায়।
আগামীকালের আবহাওয়া
আবহাওয়ার আসল খেলা তো শুরু হবে আগামীকাল শুক্রবার থেকে। হ্যাঁ ঠিকই শুনেছেন। এদিন হালকা বৃষ্টি হতে পারে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, নদীয়া, পশ্চিম বর্ধমান বীরভূম ও মুর্শিদাবাদ জেলায়। যদিও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হুগলি, এবং ঝাড়গ্রাম জেলায়।