নিম্নচাপের প্রভাবে ৪ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা, আজকের আবহাওয়া

Published on:

winter rain

শ্বেতা মিত্র, কলকাতাঃ অক্ষরে অক্ষরে যেন মিলে গেল আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস। গতকাল বৃহস্পতিবার থেকেই বাংলার আবহাওয়ার পরিবর্তন হতে শুরু করছিল। কালো মেঘে ঢেকে গিয়েছিল কলকাতা শহর সহ বাংলার একের পর এক জেলার আকাশ। আজ শুক্রবার সকাল সকালও সেটার ব্যতিক্রম ঘটল না। আজ নতুন করে দক্ষিণবঙ্গের আকাশে কালো মেঘের আনাগোনা হতে শুরু করেছে। আজ থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের ১১ টি জেলায় হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। আপনারও যদি আজ বাড়ি থেকে বেরোনোর পরিকল্পনা হয়ে থাকে তাহলে ছাতা কিন্তু সঙ্গে রাখতে ভুলবেন না। নইলে বিপদে পড়বেন। যাই হোক আজ সারাদিন বাংলার আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে জেনে ঝটপট।

দক্ষিণববঙ্গের আবহাওয়া

WhatsApp Community Join Now

আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, এ দিন হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে হুগলি, পশ্চিম মেদিনীপুর, হাওড়া এবং ঝাড়গ্রাম জেলায়। এদিকে মাঝারি থেকে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, পূর্ব মেদিনীপুর জেলায়। আজ কলকাতার আকাশ মূলত আংশিক মেঘলা থাকবে, সেই সঙ্গে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনাও রয়েছে।

এর পাশাপাশি আজ শহর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৫ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াসে কাছে থাকবে বলে খবর। বৃষ্টি তো থাকবেই, সেই সঙ্গে বাংলার বেশ কিছু জেলায় ঘন কুয়াশার দাপট বজায় থাকবে। যার মধ্যে অন্যতম হলো বীরভূম, বাঁকুড়া ও মুর্শিদাবাদ জেলায়।

উত্তরবঙ্গের আবহাওয়া

একদিকে যখন দক্ষিণবঙ্গে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তখন অন্যদিকে উত্তরবঙ্গের আবহাওয়া মনোরম থাকবে। সেই সঙ্গে কুয়াশা এবং ঠান্ডার দাপট বজায় থাকবে। বিশেষ করে সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদা জেলায়।

আগামীকালের আবহাওয়া

এবার জেনে নেওয়া যাক আগামীকাল অর্থাৎ শনিবার বাংলার আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। আজ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে হুগলি উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, কলকাতা এবং ঝাড়গ্রাম জেলায়। এছাড়া ঘন কুয়াশার জন্য সতর্কতা জারি করা হয়েছে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান নদীয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া এবং হুগলি জেলায়। সেই সঙ্গে হলে সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায়।

সঙ্গে থাকুন ➥
X