শ্বেতা মিত্র, কলকাতা: যত সময় এগোচ্ছে ততই বাংলায় নতুন করে দাপট দেখাতে শুরু করেছে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানা যাচ্ছে, আপাতত বাংলায় মেঘমুক্ত আকাশ দেখা যাবে। আজ রবিবার ও আগামী কয়েকদিন গোটা দক্ষিণবঙ্গে শীতের অনুভূতি হবে। সেইসঙ্গে কোনওরকম বৃষ্টির সম্ভাবনা নেই।
যদিও উত্তরবঙ্গের পাহাড়ি অঞ্চলের কিছু জায়গা আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। ছিঁটেফোঁটা বৃষ্টি হলেও হতে পারে। সেইসঙ্গে ভোরের দিকে থাকবে ঘন কুয়াশার দাপট। মাঘ মাসে একপ্রকার শীতের নতুন ইনিংস শুরু হয়েছে। আজও যার ব্যতিক্রম হবে না।সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে ২৫ ডিগ্রি এবং ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। যাইহোক, আজ রবিবার সারাদিন কেমন থাকবে বাংলার আবহাওয়া জেনে নিন ঝটপট।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
সকালের দিকে দক্ষিণবঙ্গের (South Bengal) সব জেলাতেই হালকা কুয়াশা থাকবে। দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই। দিনের তুলনায় রাতগুলি শীতল অনুভূত হবে। কলকাতা ও সংলগ্ন এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। মনে করা হত, বাংলার আবহাওয়ায় শীত তার শক্তি দেখাবে। পৌষ মাসে বাংলায় শীতের প্রকোপ পড়ে। তবে মাঘে শীতের দাপট নতুন করে দেখা যাচ্ছে।
মাঘের শুরুতেই শীতের ফেরার আশা ফিকে হতে শুরু করে। তবে এবারে যেন উল্টো। আজ ঘন কুয়াশার দাপট থাকবে বীরভূম, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ ও পশ্চিম মেদিনীপুর জেলায়।
উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গের মালদা, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহারে কুয়াশার সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে আবহাওয়া শুষ্ক থাকবে।
আগামীকালের আবহাওয়া
এবার এক নজরে জেনে নিন আগামীকাল অর্থাৎ সোমবার কেমন থাকবে বাংলার আবহাওয়া। হাওয়া অফিস জানিয়েছে, সোমবার থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। তারই সঙ্গে ২৪ জানুয়ারি পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |