ফের কনকনে শীত, উত্তরকেও টেক্কা দেবে দক্ষিণবঙ্গের দুই জেলার ঠান্ডা! আজকের আবহাওয়া

Published on:

south bengal weather

শ্বেতা মিত্র, কলকাতাঃ সপ্তাহের দ্বিতীয় কর্মব্যস্ত দিনে আচমকাই বদলে গেল বাংলার আবহাওয়া। আজ মঙ্গলবার সকাল সকাল বাংলার বহু জেলায় জারি করা হল হলুদ সতর্কতা। ঘন কুয়াশা ও সেইসঙ্গে ঠান্ডার দাপট থাকতে চলেছে বহু জেলায় বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। যদিও মাঘ মাসে নতুন করে শীতের পথের কাঁটা হয়ে হাজির হয়েছে পশ্চিমী ঝঞ্ঝা। পশ্চিমী ঝঞ্ঝার জেরে ফের উত্তুরে হাওয়ার গতিপথ রুদ্ধ হয়ে পড়েছে। আজ থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ফের তাপমাত্রা কমার সম্ভাবনা নেই বলেই ইঙ্গিত দেওয়া হয়েছে। যদিও আজ দু একটা জেলা ঠান্ডার নিরিখে উত্তরবঙ্গকে টেক্কা দেবে। যাইহোক, চলুন তাহলে জেনে নেওয়া যাক আজ সারাদিন বাংলার আবহাওয়া কেমন থাকবে সে ব্যাপারে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

আগামী কয়েকদিন শৈত্যপ্রবাহের প্রকোপ উল্লেখযোগ্য হারে কমবে না বলেই মনে করছেন আবহাওয়া দফতর। ঠান্ডা বাড়ার সম্ভাবনা প্রায় কম। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী কয়েকদিন রাতের তাপমাত্রায় সামান্য পরিবর্তন হবে। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৪ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আপাতত কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। আজ দক্ষিণবঙ্গের ৭ জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা।

এদিন মূলত ঘন কুয়াশার জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে মুর্শিদাবাদ, কলকাতা, বীরভূম, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদীয়া ও পশ্চিম বর্ধমান জেলায়। দৃশ্যমানতা থাকতে পারে ৫০ থেকে ১৯৯ মিটারের মধ্যে।

উত্তরবঙ্গের আবহাওয়া

এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া সম্পর্কে। দার্জিলিং, কালিম্পংয়ে তুষারপাতের সম্ভাবনা উত্তরের পাহাড়গুলিতে হালকা বৃষ্টি ও তুষারপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দার্জিলিং, আলিপুরদুয়ার, বিহারে ঘন কুয়াশার সম্ভাবনা।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন

আগামীকালের আবহাওয়া

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, ফের তীব্র শৈত্যপ্রবাহের সম্ভাবনা ক্ষীণ হয়ে এসেছে।  আগামী পাঁচ দিন সর্বনিম্ন তাপমাত্রার উল্লেখযোগ্য পরিবর্তনের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। শীতের পুরোদমে পরিবেশ থাকলেও মঘের শুরুতে তীব্র শীতের অনুভূত হচ্ছে না। আগামী কয়েকদিনে কলকাতা শহর ছাড়াও একাধিক জেলায় কুয়াশা থাকবে। বিশেষ করে দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। কলকাতা শহরে নতুন করে তাপমাত্রা কমার কোনও সম্ভাবনা নেই।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী সপ্তাহে কলকাতা শহরে তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আগামী কয়েকদিন উত্তরবঙ্গের একাধিক জেলায় ঘন কুয়াশা থাকবে। বিশেষ করে উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলা দার্জিলিং।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥