সহেলি মিত্র, কলকাতাঃ এখনও ডিসেম্বর মাস পড়েনি, তারই মধ্যে কাঁপানো শীতে যুবুথুবু বাংলার মানুষ। বিশেষ করে দক্ষিণবঙ্গের এমন কিছু জেলা রয়েছে যেগুলির পারদ এই নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহেই রেকর্ড হারে কমে গিয়েছে। তালিকায় রয়েছে পুরুলিয়া, বীরভূম, হাওড়া। এই জেলাগুলি উত্তরবঙ্গের জেলাগুলিকে ঠান্ডার নিরিখে টেক্কা দিচ্ছে। আজ সোমবার থেকে আপাতত কয়েকদিন উত্তুরে হাওয়ার দাপট বেশি থাকবে।
কেমন থাকবে আজকের আবহাওয়া?
হাওয়া অফিসের তরফে জানানো (Weather Today) হয়েছে, আজ সোমবার থেকে শুরু করে কয়েকদিন শীতের দাপট থাকবে কলকাতা, হাওড়া, পুরুলিয়া, বাঁকুড়া, নদীয়া জেলায়। তাপমাত্রা ঘোরাফেরা করবে ১৪ থেকে ১৯ ডিগ্রির মধ্যে। এতদিন ঘূর্ণাবর্ত ও নিম্নচাপ শীতের পথে বাধা হচ্ছিল। তবে সেই ছবি এখন অনেকটাই বদলেছে। আপাতত কোথাও দুর্যোগের সম্ভাবনা নেই, চুটিয়ে ঠান্ডা উপভোগ করার সময় এসে গিয়েছে। আগামী কয়েকদিনে তাপমাত্রা আরও নামবে। ২৪ ঘণ্টার ব্যবধানে কলকাতায় পারদ নেমেচে ৩ ডিগ্রি। তবে এখানেই শেষ নয়, আগামী দিনে আরও কমবে বলে খবর।
আলিপুর আবহাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, দক্ষিণবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে শান্তিনিকেতনে। এখানকার পারদ নেমে গিয়েছে ১৪.৫ ডিগ্রিতে। সেখানে উত্তরবঙ্গের সমতল এলাকার সবচেয়ে কম তাপমাত্রা রেকর্ড হয়েছে রায়গঞ্জে। এখানকার পারদ ১৬.৫ ডিগ্রি। তবে এখনও নিজের রেকর্ড ধরে রেখেছে দার্জিলিং, এই পাহাড়ি জেলার পারদ ৯.৫ ডিগ্রি সেলসিয়ার বলে খবর।
কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?
দার্জিলিং এবং কালিম্পং জেলায় ব্যাপক ঠান্ডা থাকবে। সেইসঙ্গে সমতলের জেলাগুলিতেও ঠান্ডার দাপট থাকবে বলে খবর। IMD কলকাতা জানিয়েছে, আগামী চার দিন রাজ্যের সর্বত্র তাপমাত্রা ক্রমশ নামবে এবং পরবর্তী তিন দিন তাপমাত্রায় কোনও বড় পরিবর্তনের সম্ভাবনা নেই। দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি সব জেলাতেই হালকা কুয়াশার সম্ভাবনা। দুই থেকে তিন দিনে তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে।












