সামান্য কমতে পারে তাপমাত্রা, ফের পড়বে শীত? আজকের আবহাওয়া

Updated on:

south bengal weather

শ্বেতা মিত্র, কলকাতা: বিদায়ের পথে শীত। জানুয়ারির মাসের শেষ ও ফেব্রুয়ারি মাসের শুরু থেকেই কার্যত ঘামতে শুরু করেছেন বাংলার মানুষ। ভোরের দিকে কুয়াশা থাকলেও নেই শীতভাব। এদিকে বেলা বাড়লে মেঘলা আকাশ। সব মিলিয়ে এখন কোন কাল চলছে সেটা নিয়ে ধন্দে সাধারণ মানুষ। প্রশ্ন উঠছে, তাহলে কি বাংলা থেকে পাত্তারি গুটিয়ে ফেলল শীত এরই মধ্যে? এমনিতে চলতি বছরের সরস্বতী পুজো গরমেই কাটল। এখানেই শেষ নয়, আরও গরম পড়বে বলে ইঙ্গিত দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। আজ সোমবারও গরম থাকবে। সেইসঙ্গে ঘন কুয়াশা ও মেঘলা আকাশ থাকবে।

আমাদের সাথে যুক্ত হন Join Now

প্রশ্ন উঠছে, কেন এরকম পরিস্থিতি তৈরী হল? কবেই বা এরকম আবহাওয়ার অন্ত হবে? আলিপুর জানাচ্ছে, এই অবস্থার প্রধান কারণ জোড়া পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব। যদিও চিন্তা নেই, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে শীতের বিদায় নিশ্চিত বলে জানিয়েছেন তাঁরা।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

প্রথমেই জেনে নেওয়া যাক আজ সোমবার দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমান জেলায়ও ঘন কুয়াশার সতর্কতা রয়েছে। যদিও ভালো রকম শীত অনুভব হবে বীরভূম, পুরুলিয়া ও মুর্শিদাবাদ জেলায়। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রি এবং সর্বনিম্ন পারদ থাকবে ১৮ ডিগ্রি সেলসিয়াসে।

Whatsapp Broadcast Join Now

উত্তরবঙ্গের আবহাওয়া

এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া সম্পর্কে। সোমবার দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে।

আগামীকালের আবহাওয়া

Whatsapp Group Join Now

মঙ্গলবার বৃষ্টি হবে না উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। অর্থাৎ শুকনো থাকবে আবহাওয়া। অন্যদিকে কুয়াশা থাকবে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়।

সঙ্গে থাকুন ➥
X