ডিগবাজি খেল দক্ষিণবঙ্গের আবহাওয়া, নামল পারদ, রয়েছে বৃষ্টির পূর্বাভাসও

Published on:

south bengal weather today

শ্বেতা মিত্র, কলকাতা: দোল আসতে আর মাত্র কয়েকটা দিন বাকি। কিন্তু তার আগেই ফের পাল্টি খেল বাংলার আবহাওয়া (Weather Today)। আজ বুধবার সকাল সকাল বেশ ঠান্ডা অনুভূতি হচ্ছে। যদিও বেলা বাড়তেই এই স্বস্তিদায়ক আবহাওয়া থাকবে না বলে জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। যাইহোক গতকাল মঙ্গলবার থেকে পারদ কমেছে বাংলার। আজও একই পরিস্থিতি। আগামী কয়েকদিন তাপমাত্রা নিম্নমুখীই থাকবে বলে খবর। চলুন তাহলে জেনে নেওয়া যাক আজ সারাদিন বাংলার আবহাওয়া কেমন থাকবে সে ব্যাপারে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, আজ থেকে আগামী দু’দিনে আরও দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কমতে পারে তাপমাত্রা। এদিকে রাতের তাপমাত্রা স্বাভাবিকের ওপরে। তবে আপাতত দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। এদিকে আবার সপ্তাহান্তে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াসের উপরে উঠতে পারে।

আবহাওয়া অফিস জানিয়েছে যে সপ্তাহের মাঝামাঝি সময়ে পারদ কিছুটা কমতে পারে তবে সপ্তাহের শেষের দিকে এটি আবার বাড়বে।সপ্তাহান্তে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে।

উত্তরবঙ্গের আবহাওয়া

আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিনের মধ্যে তাপমাত্রা ৩-৪ ডিগ্রি বৃদ্ধি পাবে। এদিকে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা আসবে ৯ মার্চ রবিবার। আসামে রয়েছে ঘূর্ণাবর্ত। আরও একটি ঘূর্ণাবর্ত মালদ্বীপ সংলগ্ন এলাকায় অবস্থান করছে। হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা উত্তরবঙ্গে। দার্জিলিং-এ বৃষ্টি হবে।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন

আগামীকালের আবহাওয়া

এই সপ্তাহে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের কোনও পূর্বাভাস নেই, আবহাওয়া অফিস জানিয়েছে। গত সপ্তাহে, আবহাওয়া অফিস পূর্বাভাস দিয়েছিল যে মার্চের প্রথম সপ্তাহ থেকে তাপমাত্রার পারদ বাড়বে। আর হলও তাই। উত্তরবঙ্গের দু এক জেলায় বৃষ্টি হতে পারে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥