খেল দেখাবে পশ্চিমী ঝঞ্ঝা, দক্ষিণবঙ্গের ৯ জেলায় ঝড়, বৃষ্টির দুর্যোগ! আজকের আবহাওয়া

Published on:

Weather Update

সহেলি মিত্র, কলকাতা: কখনো গরম তো কখনো ঠান্ডা, মূলত এরকমই খামখেয়ালিপনায় ভরা আবহাওয়ার সাক্ষী থাকছেন কলকাতা শহরসহ দক্ষিণবঙ্গের মানুষ। বর্তমান সময় সকলের মুখে একটাই প্রশ্ন দক্ষিণবঙ্গে বর্ষা কবে ঢুকবে? পশ্চিমী ঝঞ্চায় গরম হওয়ার প্রভাব বাড়ছে উত্তর ও পশ্চিমের রাজ্যগুলিতে এবং পুবের বেশ কিছু রাজ্যে। মৌসুমী অক্ষরেখা দুর্বল হচ্ছে। আপাতত দক্ষিণবঙ্গে বর্ষা আসার অনুকূল পরিস্থিতি তৈরি হচ্ছে না। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী ৩-৪ দিনে অন্তত ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। যদিও আজ শনিবার দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গে বেশ কিছু জেলায় ব্যাপক ঝড়-বৃষ্টির পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস (Weather Today)।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

সপ্তাহান্তে অর্থাৎ আজ শনিবার দক্ষিণবঙ্গে জেলাগুলিতে ব্যাপক বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত নামতে চলেছে। আজ বিশেষ সতর্কতা জারি করা হয়েছে মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায়।

উত্তরবঙ্গের আবহাওয়া

এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে বিষয়ে। এদিন ভারী বৃষ্টি সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় এ ছাড়া হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায়।

আগামীকালের আবহাওয়া

রবিবারও উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গে জেলাগুলিতে দুর্যোগের আশঙ্কা তৈরি হয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, এদিন দক্ষিণবঙ্গের নদীয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর জেলায় বজ্রপাত সহ ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া বৃষ্টিতে ভিজবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি ও উত্তর দিনাজপুর জেলা।

দক্ষিণবঙ্গে কবে বর্ষা ঢুকছে?

হাওয়া অফিসে তরফে জানানো হয়েছে আগামী ১২ ই জুন থেকে দক্ষিণবঙ্গের টানা ঝড় বৃষ্টি হবে। দেখা মিলবে না এক চিলতে রোদেরও। দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে । এরপর আগামী ১২ থেকে ১৫ জুনের মধ্যে কলকাতা সহ দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করবে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥