সহেলি মিত্র, কলকাতা: আবহাওয়া (Weather) চোখ রাঙানি, বৃষ্টি উপেক্ষা করেই চলছে সাধারণ মানুষের প্যান্ডেল হপিং, খাওয়া দাওয়া এবং আড্ডা। তবে এই পুজোর আবহে বঙ্গোপসাগরের বুকে ফের একবার তৈরী হয়েছে নিম্নচাপ। জানা গিয়েছে, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের উপর সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চলটি উত্তর-উত্তর-পশ্চিম দিকে সরে গিয়ে একটি নিম্নচাপে পরিণত হয়েছে। এর জেরে ইতিমধ্যেই বৃষ্টি তো চলছেই। আজ বৃহস্পতিবার অর্থাৎ বিজয়া দশমীর দিনেও একই পরিস্থিতি থাকবে বাংলার। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। বাংলা, ওড়িশায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এই নিম্নচাপটি আরও গভীর হতে পারে বলে খবর।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, এই প্রচণ্ড শক্তিশালী নিম্নচাপ দক্ষিণ ওড়িশা ও উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলে স্থলভাগে প্রবেশ করবে। আনুমানিক শুক্রবার একাদশীর ভোর রাতে এটি স্থলভাগে প্রবেশ করতে পারে। এর ফলে দুর্যোগের পরিমাণ ও সময়সীমা বাড়তে পারে বলে অনুমান আবহাওয়া বিজ্ঞানীদের। এদিকে দক্ষিণ বাংলাদেশে ঘূর্ণাবর্ত এই দুর্যোগকে আরও বাড়িয়ে তুলতে সাহায্য করবে বলে খবর।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
প্রথমেই আসা যাক দক্ষিণবঙ্গের আবহাওয়া প্রসঙ্গে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, বৃহস্পতিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায়। এ ছাড়া ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে কলকাতা এবং হাওড়া জেলায়। অপরদিকে ভারী বৃষ্টির জন্য সতর্কতা হলুদ সতর্কতা জারি করা হয়েছে উত্তর ২৪ পরগনা, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এবং হুগলি জেলায়।
উত্তরবঙ্গের আবহাওয়া
দক্ষিণবঙ্গের পাশাপাশি এ দিন উত্তরবঙ্গের জেলাগুলিতেও ভারী বৃষ্টিপাতের জন্য তীব্র সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে এদিন ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায়। এছাড়া বাদবাকি জেলা মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় ঘন্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা হাওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির জোরালো সম্ভাবনা তৈরী হয়েছে।
আগামীকালের আবহাওয়া
নিশ্চয়ই ভাবছেন শুক্রবার সমগ্র বাংলার আবহাওয়া কেমন থাকবে? এদিন উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, উত্তর দিনাজপুর এবং আলিপুরদুয়ার জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া বাদবাকি জেলা যেমন মালদা এবং দক্ষিণ ২৪ পরগনায় ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের কথা বললে এদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান জেলায়। এছাড়া ভারী বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান এবং বাঁকুড়া জেলায়।