শ্বেতা মিত্র, কলকাতা: সকল অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে বাংলা জুড়ে ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়ার (Weather Today) পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দফতর। জেলায় জেলায় জারি করা হলো কালবৈশাখীর সতর্কতা। সেই সঙ্গে একাধিক জেলায় শিলাবৃষ্টির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন হাওয়া অফিসের আধিকারিকরা। বজ্রবিদ্যুৎ সহ কাঁপানো বৃষ্টি তো হবেই, তার পাশাপাশি ব্যাপক হারে হাওয়া বইবে বলে জানা গিয়েছে। এদিন মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার উপরেও নিষেধজ্ঞাও জারি করা হয়েছে। যাইহোক আজ সারাদিন দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়া কেমন থাকবে জেনে নিন ঝটপট।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
প্রথমেই জেনে নেওয়া যাক আজ সারাদিন দক্ষিণবঙ্গের জেলাগুলির আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। সুপ্রভাত দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলায় জারি করা হয়েছে কমলা সতর্কতা অর্থাৎ আজ প্রত্যেকটি জেলায় চলবে দুর্যোগ। কমলা সতর্কতা জারি করা হয়েছে ঝাড়্গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, হুগলি, পূর্ব বর্ধমান ও হাওড়া জেলায়। ৫০ থেকে ৬০ কিমি বেগে হাওয়া বজ্রবিদ্যুৎ সহ শিলাবৃষ্টি এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উল্লেখিত জেলাগুলিতে।
এছাড়া অন্যান্য জেলাগুলির এক বা দুই জায়গায় ঝোড়ো হাওয়া সেই সঙ্গে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। হাওয়ার গতিবেগ থাকতে পারে ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘন্টা। সব থেকে বড় কথা মৎস্যজীবীদের উদ্দেশ্যে সতর্কতা বার্তা জারি করা হয়েছে। আপাতত তাদের সমুদ্রে না যাওয়ার পরামর্শই দেওয়া হয়েছে হাওয়া অফিসের তরফে।
উত্তরবঙ্গের আবহাওয়া
এদিকে দক্ষিণবঙ্গের মতো তীব্রতা বেশি না থাকলেও উত্তরবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, সেইসঙ্গে ৩০-৪০ কিমি বেগে হাওয়া বইবে বলে পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।
আগামীকালের আবহাওয়া
এবার জেনে নেওয়া যাক আগামীকাল অর্থাৎ শনিবার সমগ্র বাংলার আবহাওয়া কেমন থাকবে সেই সম্পর্কে। আবহাওয়া অফিসের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী এদিনও দুর্যোগ অব্যাহত থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমানের এক বা দুই জায়গায় ঝোড়ো হাওয়া বইবে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে। সেই সঙ্গে শিলাবৃষ্টির সম্ভাবনাও জারি করা হয়েছে। বাকি জেলাগুলিতে হাওয়ার গতিবেগ থাকবে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘন্টা। সেইসঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।
এদিকে শনিবার থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে শুরু হবে প্রবল দুর্যোগ। মালদা, দক্ষিণ দিনাজপুর এবং আলিপুরদুয়ার জেলায় এক বা দুই জায়গায় ঝোড়ো হাওয়া বইবে। হাওয়ার গতিবেগ হবে ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘন্টা। সেই সঙ্গে শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। বাকি জেলাগুলিতে হাওয়ার গতিবেগ থাকবে ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘন্টা, সেই সঙ্গে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।