নাছোড়বান্দা ঘূর্ণাবর্ত! বৃষ্টি হতে পারে কলকাতা সহ ৫ জেলায়, আজকের আবহাওয়া

Published:

weather today
Follow

সহেলি মিত্র, কলকাতাঃ বৃষ্টি অতীত, এবার ধীরে ধীরে পাতন পতন হতে শুরু করেছে বাংলার। শুধু তাই নয়, অক্টোবর মাসের শেষের দিকে কলকাতা সহ বাংলার জেলাগুলিতে পুরোদমে শীতের আমেজ চলে আসবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। তবে একেবারেই যে বৃষ্টির সম্ভাবনা নেই, সেটা বললেও ভুল হবে। আজ শুক্রবার যেমন দক্ষিণবঙ্গের কলকাতা সহ বেশ কিছু জেলায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা (Weather Today)। সৌজন্যে ঘূর্ণাবর্ত। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, বর্তমানে দক্ষিণ বাংলাদেশ এবং এর আশেপাশের এলাকায় উচ্চ বায়ুর ঘূর্ণাবর্ত অবস্থান করে আছে। যদিও এদিকে আবার উত্তর বঙ্গোপসাগরে একটি উচ্চ বায়ুস্তরের ঘূর্ণাবর্ত তৈরি হয়ে রয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

প্রথমেই আসা যাক দক্ষিণবঙ্গের আবহাওয়া সম্পর্কে। আলিপুর আবহাওয়া অফিসের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, আজ শুক্রবার দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলার আবহাওয়া শুষ্ক থাকবে। যদিও এদিন কলকাতা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, উত্তর ২৪ পরগণা এবং ঝাড়গ্রাম জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে।

উত্তরবঙ্গের আবহাওয়া

এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়ার হাল হকিকত সম্পর্কে। আপাতত পাহাড়ে দুর্যোগের সম্ভাবনা নেই। যদিও হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টি পেতে পারে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলা। ১২ অক্টোবর রবিবার উত্তরবঙ্গ থেকে বিদায় নেবে বর্ষা। পরবর্তী এক সপ্তাহে উত্তরবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা কমতে শুরু করবে। এবং পাহাড়ে ও সমতলে ঠাণ্ডা বাড়তে শুরু করবে।

আগামীকালের আবহাওয়া

শনিবার আবার দক্ষিণবঙ্গের হাওড়া, কলকাতা, দুই ২৪ পরগনা, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর সহ বেশ কিছু অঞ্চলে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এছাড়া উত্তরবঙ্গের কথা বললে, এদিন বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়। জানা গিয়েছে, ইতিমধ্যে গুজরাট, রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি, চণ্ডীগড়, পশ্চিম উত্তরপ্রদেশ, পশ্চিম মধ্যপ্রদেশ, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, জম্মু-কাশ্মীরের কিছু অংশ থেকে মৌসুমি বায়ুর বিদায় ঘটেছে। এবার পালা উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের। কবে বৃষ্টি যাবে, সেদিকে তাকিয়ে রয়েছেন আপামর বাঙালি।

 

 

 

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join