শীত আগমনের মাঝেই ফের বৃষ্টির পূর্বাভাস ৫ জেলায়, আজকের আবহাওয়া

Published:

weather today
Follow

সহেলি মিত্র, কলকাতাঃ অবশেষে এবার দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু বা বর্ষা সমগ্র ভারত থেকে বিদায় নিল বৃহস্পতিবার। ফলে আপাতত কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। যদিও বাংলার কপালে এখনই মেঘ এবং বৃষ্টিহীন আবহাওয়ার ভাগ্য লেখা নেই। এর কারণ নতুন করে বৃষ্টির সাক্ষী থাকতে চলেছেন বাংলার মানুষ। আগামীকাল শনিবার থেকে কলকাতা, হাওড়া সহ বেশ কিছু জেলায় ফের বর্ষণের সম্ভাবনা তৈরি হয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এদিকে আজ শুক্রবার কেমন থাকবে বাংলার আবহাওয়া (Weather Today)? চলুন জেনে নেবেন ঝটপট।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

প্রথমেই আসা যাক দক্ষিণবঙ্গের আবহাওয়া সম্পর্কে। আলিপুর আবহাওয়া অফিস সূত্রে খবর, আজ শুক্রবার পর্যন্ত মূলত পরিষ্কার আকাশই থাকছে। কোনও-কোনও জেলায় কিছুক্ষণের জন্য আংশিক মেঘলা আকাশ হতে পারে। কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে তাপমাত্রা ২৩ থেকে ২৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আর পশ্চিমের জেলাগুলিতে যেমন পুরুলিয়া, বাঁকুড়া জেলায় তাপমাত্রা আরও দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কম থাকবে। যদিও এদিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের জোরালো সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়। যদিও আবহাওয়ার আসল খেলা শুরু হবে শনিবার থেকে।

এছাড়াও জানা গিয়েছে, আগামী ১৯ থেকে ২১শে অক্টোবর, এই তিনদিন সময়সীমার মধ্যে দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলাগুলোতে মেঘাচ্ছন্ন আকাশ ও মাঝেমধ্যে বৃষ্টির সম্ভাবনা থাকবে। বাকি অঞ্চলে আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন আকাশ থাকবে। নতুন করে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে হাওড়া, কলকাতা, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামে। এছাড়াও দক্ষিণবঙ্গের বাকি অঞ্চলে আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন আকাশ থাকবে।

উত্তরবঙ্গের আবহাওয়া

এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া সম্পর্কে। এদিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়িতে। শনিবার থেকে আবার বৃষ্টির মাত্রা খানিকটা হলেও বাড়বে বৈকি।

আগামীকালের আবহাওয়া

নিশ্চয়ই ভাবছেন কেমন থাকবে শনিবারের আবহাওয়া? পূর্বাভাস অনুযায়ী, এদিন দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা এবং উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ১৯ অক্টোবর আবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, কলকাতার কিছু অংশে, পূর্ব মেদিনীপুর, দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join