সহেলি মিত্র, কলকাতাঃ আশঙ্কা সত্যি করে পুজোর মুখে তৈরি হল নিম্নচাপ। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, উত্তর-পূর্ব বঙ্গোপসাগর ও পার্শ্ববর্তী অঞ্চলে নিম্নচাপ এলাকা তৈরি হয়েছে। আর তৈরি হওয়া নিম্নচাপের জেরে ভাসবে কলকাতা সহ একের পর এক জেলা। উত্তরবঙ্গে দুর্যোগ কমলেও দক্ষিণবঙ্গের (South Bengal Weather) আকাশে আশঙ্কার কালো মেঘ ঘনীভূত হয়েছে। ভারতীয় আবহাওয়া বিভাগ জানিয়েছে যে নিম্নচাপটি আগামী ২৪ ঘন্টার মধ্যে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের দিকে অগ্রসর হবে, যেখানে আরও একটি ২৫ সেপ্টেম্বরের দিকে তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর ২৬ সেপ্টেম্বরের মধ্যে এটি আরও তীব্র হয়ে নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে খবর। কেমন থাকবে আজকের আবহাওয়া? চলুন জেনে নেওয়া যাক।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
নিম্নচাপ এলাকার প্রভাবে আজ মঙ্গলবার থেকে শুরু করে আগামী কয়েকদিন দফায় দফায় ভারি বৃষ্টি নামবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, এদিন ভারী বৃষ্টি (৭-১১ সেমি)-র সম্ভাবনা রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগণা, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জেলায়। এছাড়া বাদবাকি জেলা যেমন কলকাতা, হাওড়া, হুগলী, নদীয়া, পুরুলিয়া, উত্তর ২৪ পরগণা, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা হাওয়া বইবে।
উত্তরবঙ্গের আবহাওয়া
এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া সম্পর্কে। হাওয়া অফিসের তরফে জানা গিয়েছে, সপ্তাহের দ্বিতীয় দিনে উত্তরবঙ্গের মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় বজ্রবিদ্যুত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আগামীকালের আবহাওয়া
এবার জেনে নেওয়া যাক বুধবার সমগ্র বাংলার আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। এদিন আবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণ ২৪ পরগণা এবং পূর্ব মেদিনীপুর জেলায়। বাদবাকি জেলা যেমন পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগণা, ঝাড়গ্রাম, বাঁকুড়া , কলকাতা, হাওড়া, হুগলী, নদীয়া, পুরুলিয়া, উত্তর ২৪ পরগণা, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা হাওয়া বইবে।
আরও পড়ুন: নেই Windows 9, iPhone 9! কেন ‘৯’ সংখ্যাকে এড়িয়ে চলে কোম্পানিগুলি? জানুন রহস্য
উত্তরবঙ্গের কথা বললে, এদিন কখনও হালকা তো কখনও মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, মালদা, দুই দিনাজপুর জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।