আসছে শীত, এরই মধ্যে দক্ষিণবঙ্গের ৮ জেলায় বজ্রবিদ্যুৎ সহ বর্ষণের সম্ভাবনা, আজকের আবহাওয়া

Published:

weather today
Follow

সহেলি মিত্র, কলকাতাঃ আর দুর্যোগের কালো মেঘ নয়, একদম পরিষ্কার ঝকঝকে আকাশ দেখা যাবে বাংলায়। ধীরে ধীরে বৃষ্টির বদলে গায়ে লাগবে হিমের পরশ। ইতিমধ্যে বাংলার আকাশ বাতাস যেন জানান দিচ্ছে শীত আসন্ন। বেশ কিছু জায়গায় ধীরে ধীরে ঠাণ্ডাও যেন অনুভূত হচ্ছে। রাতে গায়ে চাদর মাস্ট নয়তো ফ্যান থাকছে বন্ধ। ইতিমধ্যে অনেকেই প্রশ্ন তুলছেন, তবে কি শীত অক্টোবরেই পড়ে গেল? বৃষ্টিই বা কবে থেকে বন্ধ হবে? এই বিষয়ে এবার সরাসরি জবাব দিল আবহাওয়া অফিস। আজ বৃহস্পতিবারও রয়েছে কলকাতা সহ বাংলার জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। যদিও কোথাও আপাতত আর ভারী বর্ষণের সম্ভাবনা নেই, এটাই রক্ষের। তাহলে চলুন জেনে নেওয়া যাক সমগ্র বাংলার আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

প্রথমেই আসা যাক দক্ষিণবঙ্গের আবহাওয়া (South Bengal Weather Today) সম্পর্কে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আজ বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং ঝাড়গ্রাম জেলায় বজ্রবিদ্যুৎ সহ ব্যাপক বর্ষণের সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া

এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়ার হাল হকিকত সম্পর্কে। দুর্যোগের কালো মেঘ আপাতত উত্তরবঙ্গের আকাশ থেকে সরে গিয়েছে। নেই কোনও ভারী বৃষ্টির সম্ভাবনা। আবহাওয়া দফতর সূত্রে খবর, এদিন উত্তরবঙ্গের আট জেলাতেই অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। প্রতিটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে ঝোড়ো হাওয়া বইতে পারে।

আগামীকালের আবহাওয়া

নিশ্চয়ই ভাবছেন শুক্রবার বাংলার আবহাওয়ার মতিগতি কেমন থাকবে? তাহলে জানিয়ে রাখি, এদিন দক্ষিণবঙ্গের ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলী, কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা হাওয়া বইবে। অপরদিকে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join