শ্বেতা মিত্র, কলকাতাঃ তৈরী থাকুন, আজ বুধবার থেকে ফের একবার জাঁকিয়ে শীত পড়তে চলেছে বাংলায়। ইতিমধ্যে সকাল থেকে ঘন কুয়াশার চাদরে মুড়ে গিয়েছে দক্ষিণবঙ্গ (South Bengal) থেকে শুরু করে উত্তরবঙ্গের বেশিরভাগ জেলা। সেইসঙ্গে হাড় কাঁপানো ঠান্ডাও পড়তে শুরু করেছে। সব মিলিয়ে সংক্রান্তির পরের দিনই ঠান্ডায় নতুন করে বেহাল হতে চলেছেন বাংলার মানুষজন। ঘন কুয়াশার জন্য আবার চার জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। যাইহোক, আজ কোন কোন জেলায় শীত দাপিয়ে বেড়াবে জানতে ইচ্ছুক? তাহলে চোখ রাখুন আজকের এই আর্টিকেলটির ওপর।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, বুধবার দক্ষিণবঙ্গের বেশ কিছু অঞ্চলে ঠান্ডা বৃদ্ধি পাবে। পুরুলিয়া, বাঁকুড়া ও পার্শ্ববর্তী অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ২-৩°সে পর্যন্ত নামতে পারে। এদিকে কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ১২-১৪°সে আশেপাশে নেমে যেতে পারে। হ্যাঁ ঠিকই শুনেছেন।
ঘন কুয়াশার দাপট থাকবে ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, হাওড়া ও পশ্চিম মেদিনীপুর জেলায়। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি। পৌষ সংক্রান্তির দিন অর্থাৎ মঙ্গলবার তাপমাত্রা আরও বাড়ে। তবে চিন্তা নেই, এরপর থেকে ফের একবার তাপমাত্রা পতনের ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস। নেই বৃষ্টির পূর্বাভাস।
উত্তরবঙ্গের আবহাওয়া
এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া প্রসঙ্গে। আলিপুর হাওয়া অফিস সূত্রে খবর, উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চলের গুলিতে হালকা বৃষ্টি ও তুষারপাতের পূর্বাভাস রয়েছে। মূলত পশ্চিমী ঝঞ্ঝার কারণে দার্জিলিং-সহ পার্বত্য অঞ্চলের উঁচু জায়গাগুলিতে তুষারপাতের সম্ভাবনা। সেই সঙ্গে হালকা বৃষ্টির পূর্বভাস দিয়েছে হাওয়া অফিস। ঘন কুয়াশার দাপট থাকবে আলিপুরদুয়ার, কালিম্পঙ, জেলায়।
আগামীকালের আবহাওয়া
জানতে ইচ্ছুক বৃহস্পতিবার কেমন থাকবে বাংলার আবহাওয়া? তাহলে জেনে রাখুন, উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চলের জেলাগুলির তাপমাত্রা স্বাভাবিকের থেকে প্রায় ২ ডিগ্রি নিচে নামবে। উত্তরবঙ্গের শীতের পূর্বাভাস থাকবে মোটের ওপর। ঘন কুয়াশার সতর্কতা রয়েছে দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়। হবে না বৃষ্টি।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |