ফের ইউটার্ন মারল শীত, দক্ষিণবঙ্গের ৪ জেলায় জারি হলুদ সতর্কতা, আজকের আবহাওয়া

Published on:

south bengal weather

শ্বেতা মিত্র, কলকাতাঃ শীত যেন নতুন করে ইউটার্ন মারল বাংলায়। শুক্রবার সকাল সকাল হাড় কাঁপানো ঠান্ডা পড়েছে বাংলাজুড়ে। সকলের মুখে এখন একটাই কথা, শীত কি তাহলে আরও ভালো করে শেষমেষ পড়তে চলেছে? এই বিষয়ে বড় তথ্য দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। পূর্বাভাস অনুযায়ী, ফের ঠান্ডা বাড়বে। আজ থেকে দক্ষিণবঙ্গের বেশ কিছু অঞ্চলে ঠান্ডা হালকা বৃদ্ধি পাবার সম্ভাবনা রয়েছে। কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ১৩ থেকে ১৫°সে আশেপাশে থাকবে। বৃষ্টি হবে কি? আরও বিশদে জানতে চোখ রাখুন আজকের এই আর্টিকেলটির ওপর।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

প্রথমেই চলুন জেনে নেওয়া যাক সারাদিন দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। আজ স্বাভাবিকের থেকে খানিকটা বেশি হলেও ঠান্ডা থাকবে পুরুলিয়া, বাঁকুড়া, মুর্শিদাবাদ, বীরভূম, হাওড়া ও পূর্ব-পশ্চিম বর্ধমান জেলায়। উল্লেখিত জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ১১ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসের ঘরে ঘোরাফেরা করবে।

আরও পড়ুনঃ নতুন বছরে ফের ‘দুয়ারে সরকার’, কবে থেকে কোথায় বসবে ক্যাম্প, দিনক্ষণ জানাল নবান্ন

এরইসঙ্গে আজ দিনভর ঘন কুয়াশার চাদরে মুড়ে থাকবে নদীয়া, বীরভূম থেকে শুরু করে পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলা।

উত্তরবঙ্গের আবহাওয়া

এবার এক নজরে জেনে নিন উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে ব্যাপারে। আজ ঘন কুয়াশার দাপট থাকবে মূলত চার জেলায়। এই জেলাগুলি হল দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলায়। এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

আগামীকালের আবহাওয়া

এবার এক নজরে জেনে নিন শনিবার অর্থাৎ সপ্তাহান্তে বাংলার আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। এদিন ঘন কুয়াশার দাপট থাকবে কালিম্পঙ, আলিপুরদুয়ার এবং দক্ষিণ দিনাজপুর জেলায়। আলিপুরের লেটেস্ট আপডেট অনুসারে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আগামী ৫ দিন তাপমাত্রার কোনও হেরফের হবে না। আগামী ৫ দিনে উত্তরবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রার কোনও হেরফের হবে না।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥