শ্বেতা মিত্র, কলকাতাঃ সামনে রয়েছে সরস্বতী পুজো আর সরস্বতী পূজার আগে সকলের মনে এখন একটা প্রশ্নই ঘুরপাক খাচ্ছে আর সেটা হল তবে কি বাংলা থেকে একেবারে শীত বিদায় নিয়ে নিল? কারণ বিগত বেশ কিছুদিন ধরে বাংলায় শীতে দেখা নেই পুরুলিয়া থেকে শুরু করে বীরভূম, মুর্শিদাবাদের কিছু অংশে ক্ষণিক ঠান্ডা থাকলেও বাকি জেলাগুলোর আবহাওয়া মোটের উপর শুষ্ক। সেইসঙ্গে বেলা বাড়তে না বাড়তেই অস্বস্তিকর আবহাওয়া যেন আরও জাঁকিয়ে বসছে। এহেন পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই সকলের প্রশ্ন তুলতে শুরু করেছেন তাহলে কি শীত বিদায়ের পথে? উত্তর হল না। বিশেষ করে অন্য কথা বলছি আলিপুর আবহাওয়া দফতর।
আজ শনিবার ও সামনের দু একদিন বাংলায় গরম থাকলেও ২৬ জানুয়ারি পর থেকে ফের একবার পারদ পতন হবে বাংলায়। হ্যাঁ ঠিকই শুনেছেন। আজ শুক্রবার সারাদিন বাংলার আবহাওয়া কেমন থাকবে জেনে নিন ঝটপট।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
প্রথমেই জেনে নেওয়া যাক আজ দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। আলিপুর আবহাওয়া দপ্তরের তরফের জারি করা বুলেটিন অনুযায়ী আজ মোটের উপর ঠান্ডা থাকবে পুরুলিয়া বাঁকুড়া বীরভূম মুর্শিদাবাদ নদীয়া এবং হাওড়া জেলায়। শনিবার উল্লেখিত এই জেলাগুলির তাপমাত্রা ১১ থেকে ১৩ ডিগ্রির ঘরে ঘোরাফেরা করবে।
এছাড়া কলকাতার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস থাকবে। আজ ঘন কুয়াশার জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে কলকাতা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায়। দৃশ্যমানতা নেমে আসতে পারে ৫০ থেকে ১৯৯ মিটারের মধ্যে।
উত্তরবঙ্গের আবহাওয়া
এবার জেনে নেওয়া যাক উত্তরবঙ্গের আবহাওয়া সম্পর্কে। আজ বিশেষ সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গের মোট দুটি জেলায়। ঘন কুয়াশার জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে জলপাইগুড়ি ও কোচবিহার জেলায়।
আগামীকালের আবহাওয়া
প্রজাতন্ত্র দিবস অর্থাৎ রবিবার শীত ও কুয়াশার দাপট থাকবে দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া , বীরভূম সহ একাধিক জেলায়। এছাড়াও দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং-এ জাঁকিয়ে শীত পড়বে, থাকবে কুয়াশাও।
গৌতম গম্ভীরের এই প্ল্যানই জিতিয়েছে টিম ইন্ডিয়াকে, ম্যাচ শেষে ফাঁস করলেন তিলক বর্মা