শ্বেতা মিত্র, কলকাতাঃ শীত বাংলার দোরগোড়ায় বারবার এসেও যেন টিকে থাকতে পাচ্ছে না। এর পেছনে অবশ্য বড় কারণ হল বারবার আসা পশ্চিমী ঝঞ্ঝা। এর জেরেই বাংলায় উত্তুরে হাওয়া বারংবার বাধা পাচ্ছে। এক কথায় টানা পশ্চিমী ঝঞ্ঝার জেরে রাজ্যে শৈত্যপ্রবাহ ফিকে হয়ে গিয়েছে। বিশেষ করে রাজ্যের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে গত কয়েকদিনে তাপমাত্রা প্রায় অনেকটাই বেড়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কয়েকদিন আবহাওয়া একই রকম থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে ফের একবার পারদ অনেকটাই কমতে পারে। আজ শুক্রবার ঠান্ডা থাকবে তবে কুয়াশার দাপট তার থেকেও বেশি থাকবে বলে খবর।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আজ শুক্রবার মোটের উপর ঠান্ডা থাকবে বাঁকুড়া পুরুলিয়া, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায়। বাকি জেলাগুলির আবহাওয়া শুষ্ক থাকবে এবং তাপমাত্রা ১৫ ডিগ্রি থেকে ১৮ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে। এমনিতে সকাল থেকেই ঘন কুয়াশার চাদরে মুড়ে রয়েছে একের পর এক। জেলা। তবে ঘন কুয়াশার জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়।
উত্তরবঙ্গের আবহাওয়া
এবার জেনে নেওয়া যাক উত্তরবঙ্গের আবহাওয়া প্রসঙ্গে। আজ ঘন কুয়াশার জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি ও কোচবিহার জেলায়।
আগামীকালের আবহাওয়া
শনিবার কেমন থাকবে আবহাওয়া? জানা গিয়েছে, হলুদ সতর্কতা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে। এরইসঙ্গে দুই মেদিনীপুর, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়াতে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী রবিবার অর্থাৎ ২৬ জানুয়ারি পর্যন্ত এই পরিস্থিতি চলবে। সেই রাতেই আবহাওয়ার পরিবর্তন হতে শুরু করবে। তাপমাত্রা স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারে। ফলে শীঘ্রই ফিরে আসবে ঠান্ডা আবহাওয়া। রাতের তাপমাত্রা এক ধাক্কায় ২ থেকে ৪ ডিগ্রি অবধি তাপমাত্রা কমতে পারে।