সপ্তাহের শুরুতেই ফিরল চেনা শীত, দক্ষিণবঙ্গের ৮ জেলায় হলুদ সতর্কতা, আজকের আবহাওয়া 

Published on:

south bengal weather

শ্বেতা মিত্র, কলকাতাঃ অপেক্ষার অবসান, ফের একবার ১৫ ডিগ্রির ঘরে নামতে চলেছে বাংলার তাপমাত্রা। আজ সোমবার অর্থাৎ সপ্তাহের শুরুতেই কার্যত এমনই পূর্বাভাস জারি করে সকলকে চমকে দিল আলিপুর আবহাওয়া দফতর। অর্থাৎ বর্ষবরণে নতুন করে চেনা শীত ফিরতে চলেছে বাংলায় বলে খবর। এমনিতে বড়দিনে বাংলায় শীতের ছিটেফোঁটা অবধি ছিল না। যে কারণে বেজায় মন খারাপ ছিল সাধারণ মানুষের। তবে আর চিন্তা নেই এবার সোমবার অর্থাৎ সপ্তাহের শুরু থেকেই ফের একবার হু হু করে নামতে শুরু করবে পারদ। সকাল থেকেই বাংলা জুড়ে মনোরম আবহাওয়া অব্যাহত। যাইহোক, জেনে নিন আজ সারাদিন বাংলার আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

আগেই আলোচনা করে নেওয়া যাক সপ্তাহের প্রথম দিনেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে ব্যাপারে। আজ স্বাভাবিকের তুলনায় বেশি ঠান্ডা অনুভব হবে দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর-সহ হাওড়ার পার্শ্ববর্তী জেলাগুলিতে দিনের আবহাওয়া একই থাকবে। কলকাতার কথা বললে, আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রি এবং সর্বনিম্ন পারদ ১৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকবে বলে খবর।

উত্তরবঙ্গের আবহাওয়া

WhatsApp Community Join Now

এবার জেনে নেওয়া যাক উত্তরবঙ্গের আবহাওয়া প্রসঙ্গে। দার্জিলিং, কালিম্পং এবং শিলিগুড়ির মতো উত্তর ও পার্বত্য অঞ্চলে ৮ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ঠান্ডা তাপমাত্রা থাকবে। আজ বেশি কুয়াশার জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, কালিম্পঙ, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়।

আগামীকালের আবহাওয়া

আগামীকাল অর্থাৎ মঙ্গলবারও বেশি কুয়াশার জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, কালিম্পঙ, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়। এর পাশাপাশি মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানে কুয়াশা নিয়ে সতর্কতা জারি করা হয়েছে।

সঙ্গে থাকুন ➥
X