গভীর নিম্নচাপের জের, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা, আজকের আবহাওয়া

Published on:

Weather forecast

শ্বেতা মিত্র, কলকাতা: নতুন করে বদলাতে শুরু করেছে আবহাওয়া। বাংলাজুড়ে জাঁকিয়ে শীত তো রয়েছে, তবে আকাশে কালো মেঘের ঘনঘটাও দেখা দিচ্ছে। শুধু তাই নয়, বৃষ্টির পূর্বাভাসও জারি করেছে আলিপুর আবহাওয়া অফিস। জানা গিয়েছে, বঙ্গোপসাগরে ঘনীভূত গভীর নিম্নচাপ যা আগামী কয়েক ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হবে। এরই প্রভাবে আগামী ২৪ ঘন্টা থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ বৃহস্পতিবারও বেশ কিছু জেলায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ সকলকেই ছাতা নিয়ে বেরোনোর পরামর্শ দেওয়া হচ্ছে। তাহলে চলুন আর দেরি না করে জেনে নেওয়া যাক সারাদিন আবহাওয়া কেমন থাকবে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

দক্ষিণবঙ্গের আবহাওয়া

পারদ পতনে দার্জিলিং থেকে শুরু করে কালিম্পং সহ উত্তরবঙ্গের জেলাগুলিকে টেক্কা দিচ্ছে পুরুলিয়া। যেখানে দার্জিলিং-এর তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াস সেখানে পুরুলিয়া জেলায় আবার তাপমাত্রা ছাড়িয়ে গিয়েছে ১০ ডিগ্রিতে। যাইহোক, কনকনে শীতের মাঝে বাংলায় বৃষ্টির পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস। বঙ্গোপসাগরে শক্তিশালী নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গে জলীয়বাষ্প ঢুকছে যার প্রভাবে কুয়াশা প্রভাব বাড়বে। আজ ও আগামী দু’দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি, বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় ভারী ধরনের কুয়াশার দেখা দিতে পারে। হতে পারে বৃষ্টিও। বৃষ্টি হতে পারে পূর্ব, পশ্চিম মেদিনীপুর জেলায়। আপাতত ভোরের দিকে রোজই কুয়াশা সৃষ্টি হতে পারে।

উত্তরবঙ্গের আবহাওয়া

এবার চলুন জেনে নেওয়া যাক উত্তরবঙ্গে জেলাগুলির আবহাওয়া কেমন থাকবে। হাওয়া অফিস সূত্রে খবর, আজ বৃহস্পতিবার  উত্তরবঙ্গের পাহাড়ি অঞ্চল যেমন দার্জিলিং ও কালিম্পঙ জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া ঠান্ডার দাপট বজায় থাকবে আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায়।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

আগামীকালের আবহাওয়া

এবার জেনে নেওয়া যাক শুক্রবার বাংলার আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। এদিন বৃষ্টি হতে পারে উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর , পশ্চিম মেদিনীপুরে। এছাড়া অন্যান্য জেলাগুলিতে সেভাবে বৃষ্টির প্রভাব পড়বে না। অন্যদিকে দার্জিলিং-এও বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group