ফের শীত পড়ার সম্ভাবনা, দক্ষিণবঙ্গের কয়েক জেলায় বৃষ্টির পূর্বাভাস, আজকের আবহাওয়া

Published on:

south bengal weather

শ্বেতা মিত্র, কলকাতাঃ অপেক্ষার অবসান ঘটিয়ে ফের একবার বাংলায় হুড়মুড়িয়ে পড়তে চলেছে পারদ। বিগত কয়েকদিন ধরে নিম্নচাপ, পশ্চিমী ঝঞ্ঝার উপদ্রবে বাংলায় যেন শীতের ফুলস্টপ লেগে গিয়েছিল। একটু হাঁটাচলা করতে গিয়েও কার্যত ঘাম ছুটে যাচ্ছিল বঙ্গবাসীর। তবে আর চিন্তা নেই, অবশেষে সপ্তাহ শেষে পারদ পতনের ইঙ্গিত দিল আলিপুর আবহাওয়া অফিস। যদিও আজ বৃহস্পতিবার কিছু জেলার আকাশ আংশিক মেঘলা থাকবে। সেইসঙ্গে ছিটেফোঁটা বৃষ্টিও হবে। হ্যাঁ ঠিকই শুনেছেন। ফলে আপনারও যদি আজ বাড়ি থেকে বেরোনোর পরিকল্পনা হয়ে থাকেন তাহলে জেনে নিন আবহাওয়ার হাল হকিকত সম্পর্কে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

WhatsApp Community Join Now

আলিপুর আবহাওয়া দফতরের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, আজ কিছু জেলায় ছিটেফোঁটা হলেও বৃষ্টি হতে পারে। আর সেই জেলাগুলি হল পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং কলকাতায়।

উত্তরবঙ্গের আবহাওয়া

এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া প্রসঙ্গে। বৃহস্পতিবার উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পঙ জেলায় হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টি হতে পারে। এছাড়া ঘন কুয়াশার দাপট বিরাজ করবে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়।

আগামীকালের আবহাওয়া

শুক্রবার থেকে ফের একবার শীতের আমেজ ফিরতে চলেছে বাংলায় বলে পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া অফিস। উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের পারদ হু হু করে কমবে। মূলত ৩১ ডিসেম্বর পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে।

আলিপুর জানিয়েছে, আগামী ৩ দিনে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রা ২-৩ ডিগ্রি করে কমতে পারে। তারপরে ১-২ দিনে ফের ২-৩ ডিগ্রি করে বাড়বে পারদ।

সঙ্গে থাকুন ➥
X