‘ভিলেন’ নিম্নচাপ, শনিতে দক্ষিণবঙ্গের ৮ জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি, আজকের আবহাওয়া

Published on:

south bengal weather rain winter

শ্বেতা মিত্র, কলকাতাঃ ‘ভিলেন’ নিম্নচাপের জন্য বাংলায় শীত যেন কর্পূরের মতো উবে গিয়েছে। উল্টে ডিসেম্বর মাসে টানা বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। আজ শনিবার আগামী কয়েক ঘণ্টায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি এবং দার্জিলিংয়ে তুষারপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। আজ আবার পারদও ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। যেহেতু মধ্য বঙ্গোপসাগরে একটি নিম্নচাপের সৃষ্টি হয়েছে। যার ফলে বাংলায় শীত ঢোকার পথে বাধা সৃষ্টি হয়েছে। যাইহোক, সারাদিনে বাংলার আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে জেনে নিন ঝটপট।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

WhatsApp Community Join Now

আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েক ঘণ্টায় কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়ায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।

উত্তরবঙ্গের আবহাওয়া

এবার জেনে নেওয়া যাক উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। আজ তুষারপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং ও কালিম্পঙ জেলায়। বাকি জেলাগুলোর আবহাওয়া মোটের ওপর শুষ্কই থাকবে। কুয়াশার দাপট থাকবে আলিপুরদুয়ার, কোচবিহার, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়।

আগামীকালের আবহাওয়া

উত্তরবঙ্গের পাঁচ জেলায় কুয়াশার জন্য সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদহে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। যদিও দক্ষিণবঙ্গে কোনো বৃষ্টির আর সম্ভাবনা নেই। পারদও কমবে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী সপ্তাহের সোম-মঙ্গলবার থেকে ফের পারদ নামতে পারে। তবে বড়দিনের সময় ঠান্ডা আবহাওয়ার সাক্ষী হতে পারেন শহরবাসী।

সঙ্গে থাকুন ➥
X