বৃষ্টি অতীত, এবার হু হু করে নামবে পারদ, জানুন কেমন থাকবে আজকের আবহাওয়া

Published on:

winter season

শ্বেতা মিত্র, কলকাতাঃ বাতাসে হালকা হালকা শীতের আমেজ। আকাশে মেঘের আনাগোনা। সব মিলিয়ে ঋতু পরিবর্তনের আভাস বোঝা যাচ্ছে পুরদস্তুর। আকাশে মেঘ দেখে অনেকের মনে হয়তো প্রশ্ন জেগেছে, আবার কি বৃষ্টি হবে? দুর্গা পুজোর সময় দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টি হয়েছে। কালীপূজোর সময়েও আকাশে মেঘ দেখে কেউ কেউ হয়তো বৃষ্টির আশঙ্কা করেছিলেন, কিন্তু যাইহোক, কালীপুজোর সময় বৃষ্টি বাধা হয়ে দাঁড়ায়নি। কিন্তু সম্ভাবনা যে একেবারেই নেই সেটা বলা যাচ্ছে না। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুয়ায়ী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। একাধিক জেলায় বৃষ্টি হতে পারে বলে আভাস দিয়ে রেখেছে হাওয়া অফিস।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

দক্ষিণবঙ্গের আবহাওয়া

শুক্রবার রাত পর্যন্ত দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টি হওয়ার খবর পাওয়া যায়নি। আকাশে ছেঁড়া ছেঁড়া মেঘের আনাগোনা থাকলেও বৃষ্টি হওয়ার পর পরিস্থিতি তৈরি হয়নি। মেঘ জমার আগেই তেড়েফুঁড়ে বেরিয়েছে রোদ। শনিবার কিংবা রবিবার কি দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে? আবহাওয়া দফতরের আভাস অনুযায়ী, বঙ্গের দক্ষিণে এখনই বৃষ্টি হওয়ার জোরালো কোনও সম্ভাবনা নেই। আকাশে মেঘের দেখা মিললেও তা থেকে দুর্যোগের সম্ভাবনা নেই বলেই মনে করা হচ্ছে। আজ দক্ষিণবঙ্গের কিছু জেলা যেমন নদিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, কলকাতায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাও ছিটেফোঁটা। দক্ষিণবঙ্গে বৃষ্টি হওয়ার তেমন সম্ভাবনা না থাকলেও উত্তরবঙ্গের পরিস্থিতি অনেকটাই আলাদা।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী দু’দিন মানে শনিবার উত্তরে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এদিন উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যাপক বৃষ্টি হওয়ার সম্ভাবনা হয়তো কম, তবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। এমনিতেই এখন আবহাওয়া বদলাচ্ছে, কিছু দিন আগেও পাহাড়ে লাগাতার বৃষ্টি হয়েছে। ফলত দক্ষিণবঙ্গের তুলনায় সেখানকার তাপমাত্রা যে অনেকটাই কম সেটা বলার অপেক্ষা রাখে না। এরই মধ্যে যদি বৃষ্টি হয় তাহলে ঠান্ডা আরও বেশি অনুভূত হতে পারে। ফলে যারা ঠান্ডার সঙ্গে হালকা বৃষ্টি পছন্দ করেন, সঙ্গে মেঘের আনাগোনা, তাদের জন্য উত্তরের পাহাড় এখন হয়ে উঠতে পারে আদর্শ ঠিকানা।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

আগামীকালের আবহাওয়া

রবিবারের আবহাওয়ায় খুব একটা হেরফের হওয়ার সম্ভাবনা নেই। আবহাওয়া থাকতে পারে শনিবারের অনুরূপ। পশ্চিমবঙ্গের দক্ষিণে বৃষ্টি হওয়ার সম্ভাবনা তেমন নেই। বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে। উত্তরবঙ্গের আটটি জেলায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তুলনামূলক বেশি বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং ও আলিপুরদুয়ারে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group