শ্বেতা মিত্র, কলকাতাঃ বড়দিনের আগেই বাংলাজুড়ে খুশির হাওয়া। হু হু করে নামছে পারদ। ঠান্ডা কাকে বলে এবার সেটাই যেন হাড়ে হাড়ে টের পাচ্ছেন বাংলার মানুষ। ইতিমধ্যেই বাংলার বহু জেলায় শৈত্যপ্রবাহ চলছে। কলকাতার তাপমাত্রা ১৫ র নিচে নেমে গিয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, আজ শনিবার শহর কলকাতার পারদ ১২ ডিগ্রির ঘরে ঘোরাফেরা করছে। শুধু তাই নয় আগামী কয়েকদিনের মধ্যে আরও তাপমাত্রা কমতে পারে বলে জানানো হয়েছে হাওয়া অফিসের তরফে।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সর্বনিম্ন তাপমাত্রা আরও কমতে পারে। উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় পারদ ১০ ডিগ্রির নীচে নামতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। আগামী কয়েকদিন সকাল থেকেই ঘন কুয়াশার চাদরে ঢাকা থাকবে উত্তর ও দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলা। সকালের দিকে পশ্চিমের সব জেলাতেই হালকা কুয়াশার দাপট দেখা যেতে পারে। কুয়াশার কারণে সকালের দিকে বিভিন্ন জেলায় যানবাহন চলাচল ব্যাহত হতে পারে। যাইহোক, জেনে নেওয়া যাক আজ শনিবার বাংলার আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
আলিপুর হাওয়া অফিস তরফে ইতিমধ্যে শনিবার বাংলার আবহাওয়া কেমন থাকবে সেটা জানানো হয়েছে। বুলেটিন অনুযায়ী, আজ শৈত্যপ্রবাহের জন্য ৭ জেলায় হলুদ সর্তকতা জারি করা হয়েছে। এই জেলাগুলি হল বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর। এছাড়া ঘন কুয়াশা দাপট থাকবে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদীয়া জেলায়।
হাওয়া অফিস জানাচ্ছে আগামী দু’দিনে বাংলা তাপমাত্রা ২ থেকে ৫ ডিগ্রি অবধি কমতে পারে। ফলে আপনিও যদি এখন অবধি গরম জামাকাপড় কিংবা লেপ-কম্বল না বের করে থেকে থাকেন তাহলে আজই বের করে নিন নইলে পরে পস্তাতে হবে।
উত্তরবঙ্গের আবহাওয়া
দক্ষিণবঙ্গের পর এবার জেনে নেওয়া যাক আজকের শনিবার উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সেই সম্পর্কে। এদিন উত্তরবঙ্গের কোন জেলাতেই কোনরকম ভাবে সতর্কতা জারি করা হয়নি তবে তাপমাত্রা স্বাভাবিকের থেকে নিচেই থাকবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায়। বাকি জেলা যেমন কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর,মালদা জেলার আবহাওয়া মোটের ওপর শুষ্ক থাকবে। এছাড়া কুয়াশা থাকবে মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুর দার্জিলিং এবং জলপাইগুড়ি জেলায়।
আগামীকালের আবহাওয়া
শনিবারের মতো রবিবারও শৈত্যপ্রবাহের কবলে থাকবে বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর। এছাড়াও হাড় কাঁপানো ঠান্ডা থাকবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায়।