৪ ডিগ্রি কমবে তাপমাত্রা, ছুটির দিনে ফের জাঁকিয়ে শীত বাংলায়, আজকের আবহাওয়ার খবর

Published on:

winter weather south bengal

শ্বেতা মিত্র, কলকাতা: ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময় থেকেই নাকি বাংলা থেকে বিদায় নেবে শীত। এমনটাই জানিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। তবে এ যে উলটপুরাণ। শীত যেন কামব্যাক করেছে বাংলায়। বাংলার তাপমাত্রা এক ধাক্কায় ৫ থেকে ৬ ডিগ্রি অবধি নেমে গিয়েছে। তবে এসবের মাঝে আবার বাংলায় বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। আজ রবিবার সকাল থেকেও বেশ শীত অনুভূতি হচ্ছে কলকাতা শহর। সহ জেলায় জেলায়। আপাতত এরকমই শীত বজায় থাকবে বলে দাবি আবহাওয়া অফিসের। যাইহোক, চলুন জেনে নেওয়া যাও আজ সারাদিন বাংলার আবহাওয়া কেমন থাকবে সে ব্যাপারে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

আগামী কয়েকদিনে রাতের তাপমাত্রা আরও তিন থেকে চার ডিগ্রি কমতে পারে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে যে উত্তর ও দক্ষিণবঙ্গ উভয় স্থানেই তাপমাত্রা হ্রাস পাবে। তবে আবার সোমবার থেকে পারদ ২-৩ ডিগ্রি বাড়তে পারে। আজ উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ সহ বেশ কয়েকটি জেলায় কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে।

আলিপুর হাওয়া অফিসের আবহাওয়াবিদরা জানিয়েছেন, “আগামী সপ্তাহের বুধবার ও বৃহস্পতিবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পাশাপাশি পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের বাকি অংশ শুষ্ক থাকতে পারে।”

উত্তরবঙ্গের আবহাওয়া

এবার জেনে নেওয়া যাক উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। এদিন দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন

আগামীকালের আবহাওয়া

সোমবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া আবহাওয়া শুষ্ক থাকবে।সেইসঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদার আবহাওয়া শুকনো থাকবে।

বৃষ্টির পূর্বাভাস

হাওয়া অফিস বলছে, আসামে রয়েছে ঘূর্ণাবর্ত। পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে উত্তর-পশ্চিম ভারতে। দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে বিপরীত ঘূর্ণাবর্ত। এছাড়াও জেড স্ট্রিম উইন্ড রয়েছে উত্তর ভারতে। এর জেরে বাংলায় ১৯ ফেব্রুয়ারি থেকেই বৃষ্টি হতে শুরু করবে। ভিজবে কলকাতা সহ দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গের জেলাগুলি।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥