প্রীতি পোদ্দার, কলকাতা: নভেম্বর মাস এসে গিয়েছে। এদিকে শীতের আমেজ একদমই নেই। চলতি মাসের শুরু থেকেই ক্রমেই শুষ্ক আবহাওয়ার মরশুম ফিরছে। জলীয় বাষ্পের পরিমাণ কমায় আর্দ্রতাজনিত অস্বস্তিও কমছে। কিন্তু নভেম্বরে শীত পরিস্থিতি নিয়ে মন খারাপ বঙ্গবাসীর। সকালের দিকে দক্ষিণবঙ্গে কিছু জেলায় ঘন এবং বাকি জেলায় হালকা কুয়াশা। বেলা বাড়লে মেঘমুক্ত পরিষ্কার আকাশ এবং কড়কড়ে রোদ থাকছে। কিন্তু ঠাণ্ডার আমেজ নাম মাত্র। তবে এবার শীত নিয়ে বড় আপডেট দিল হাওয়া অফিস।
একধাক্কায় পারদ কমবে ২-৪ ডিগ্রি সেলসিয়াস!
আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, আগামী সপ্তাহের মাঝামাঝি থেকে দক্ষিণবঙ্গে পারদ পতনের সম্ভাবনা রয়েছে। ধীরে ধীরে মালুম পড়বে হেমন্তে শীতের আমেজ। এক ধাক্কায় হু হু করে নামবে তাপমাত্রার পারদ। আর তখন দক্ষিণবঙ্গের সব জেলাতেই ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে তাপমাত্রা। অর্থাৎ আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গের একাধিক জেলার সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছতে পারে ২০ ডিগ্রি সেলসিয়াস বা তার কাছাকাছি। তবে এই পারদ পতনের মাঝে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই।
বৃষ্টির সম্ভাবনা আগামীকাল থেকে!
কিন্তু পূবালী হাওয়ার ঝঞ্ঝায় কালো মেঘের আগমন ঘটতে পারে দক্ষিণবঙ্গের আকাশে। তাই আগামীকাল অর্থাৎ মঙ্গলবার এবং পরশু বুধবার হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা উপকূলের তিন জেলায় রয়েছে। যেই তিন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই তিন জেলা হল পূর্ব মেদিনীপুর দক্ষিণ ও উত্তর ২৪ পরগনা। এছাড়াও এর প্রভাব পড়তে পারে উপকূল-সংলগ্ন জেলা কলকাতা হাওড়া ও হুগলিতে। আকাশ মেঘলা হতে পারে। আজ, দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১.২ ডিগ্রি সেলসিয়াস। এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৮ ডিগ্রি সেলসিয়াস এর আশেপাশে থাকবে।
অন্যদিকে উত্তরবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং, কালিম্পং আলিপুরদুয়ার জলপাইগুড়ি উত্তর দিনাজপুরে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। ভারী বৃষ্টির সম্ভাবনা একদমই নেই। তবে শুক্রবার থেকে শুষ্ক আবহাওয়া থাকবে উত্তরবঙ্গের প্রায় সব জেলায়। সেখানেও আগামী চার দিনে অন্তত ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমবে বিভিন্ন জেলায়।