শ্বেতা মিত্র, কলকাতাঃ সকল অপেক্ষার অবসান ঘটিয়ে ফের একবার শীত ফিরতে চলেছে বাংলায়। ঠান্ডার দাপট কাকে বলে তা ফের একবার সাক্ষী থাকতে চলেছেন বাংলার মানুষজন। আজ সোমবার সকাল থেকে শীতের দাপট বেড়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, সপ্তাহের শুরু থেকেই পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা নেমে যেতে পারে ১০ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। দক্ষিণবঙ্গের বাকি অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা নেমে যেতে পারে ১২ থেকে ১৪ ডিগ্রির কাছাকাছি। যাইহোক, আর দেরি না করে জেনে নেওয়া যাক আজ সারাদিন বাংলার আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী তিনদিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ৩-৪ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। আজ ২৭ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে শুষ্ক আবহাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে দু’দিন পর তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। আজ বাংলার বেশ কিছু জেলায় ঠান্ডা থাকবে। সেইসঙ্গে কুয়াশা অবধি বজায় থাকবে।
আজ ঠান্ডা থাকবে বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান জেলায়। অন্যদিকে কলকাতা শহরে আজ সর্বোচ্চ তাপমাত্রা ২৫ ডিগ্রি এবং সর্বনিম্ন পারদ ১৫ ডিগ্রি সেলসিয়াস থাকবে বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। কুয়াশা থাকবে পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদ জেলায়।
উত্তরবঙ্গের আবহাওয়া
একইভাবে উত্তরবঙ্গের জেলাগুলিতেও একই অবস্থা থাকবে। জেলায় জেলায় কমবে তাপমাত্রা। আজ আবার উত্তরবঙ্গের একাধিক জেলায় কুয়াশার দাপট থাকবে। কুয়াশা থাকবে দার্জিলিং, কালিম্পঙ, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়।
আগামীকালের আবহাওয়া
২৮ জানুয়ারি দার্জিলিং ও কালিম্পং জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং-এ আবার তুষারপাতের সম্ভাবনা রয়েছে। তা সত্ত্বেও উত্তরবঙ্গের অধিকাংশ এলাকায় শুষ্ক আবহাওয়া বজায় থাকবে।এছাড়াও মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে হালকা কুয়াশার সম্ভাবনা রয়েছে।