তাপমাত্রা নামবে আরেকটু, তবে জাঁকিয়ে ঠান্ডা এখনই নয়! আজকের আবহাওয়া

Published on:

south bengal weather

শ্বেতা মিত্র, কলকাতাঃ আজ বড়দিন অর্থাৎ ২৫ ডিসেম্বর। এদিকে বড়দিনের আগে থেকে বাংলায় যেন শীত হঠাৎ করে বিদায় নিয়েছে বলে মনে হচ্ছে। ভরা ডিসেম্বর মাসে যেখানে জাঁকিয়ে শীত পড়ার কথা সেখানে একটু হাঁটতে গিয়েই কার্যত যেন কালঘাম ছুটে যাচ্ছে সকলের। এক কথায় খামখেয়ালিপনা আবহাওয়ার জেরে বিরক্ত বাংলার মানুষ। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, উত্তর-পশ্চিম ভারতের তৈরি হওয়া পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ঠান্ডা এবং শুকনো হবার প্রবেশ প্রায় বন্ধ হয়ে গিয়েছে বাংলায়। ফলে শীত উধাও। নববর্ষের আগে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনাও খুবই কম। উল্টে বাংলায় বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। আজ বুধবার সকাল থেকেই বাংলার আকাশের মুখ ভার। বৃষ্টি হবে? জানতে হলে পড়ে ফেলুন আজকের এই প্রতিবেদনটি।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

WhatsApp Community Join Now

আজ প্রথমে জেনে নেওয়া যাক দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। হাওয়া অফিস সূত্রে খবর এদিন না নতুন করে বাংলার বহু জেলায় ঘন কুয়াশা দাপট থাকবে দক্ষিণবঙ্গে সেই জেলাগুলি হল পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কয়েকটি অঞ্চল। এরই সঙ্গে হাওয়া অফিস আরো জানিয়েছে, আগামী ৩ দিনে বাংলার তাপমাত্রার কোনওরকম পরিবর্তন ঘটবে না। এরপর ২ থেকে ৩ ডিগ্রি অবধি তাপমাত্রা পতন হবে বলে খবর।

উত্তরবঙ্গের আবহাওয়া

এবার জেনে নেওয়া যাক উত্তরবঙ্গের আবহাওয়া সম্পর্কে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতে ঘন কুয়াশার দাপট থাকবে। সেই সঙ্গে চলবে ঠান্ডার দাপট। যাইহোক আজ বুধবার কুয়াশার কবলে থাকতে পারে কোচবিহার, জলপাইগুড়ি, মালদা জেলা।

আগামীকালের আবহাওয়া

আলিপুরের পূর্বাভাস অনুযায়ী, ২৬ ডিসেম্বর দক্ষিণবঙ্গের সব জেলারই আবহাওয়া শুষ্ক থাকবে। যদিও হালকা কুয়াশা থাকবে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে। দার্জিলিং ছাড়া সব জেলার আবহাওয়াই শুষ্ক থাকবে বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। বড়দিনে দার্জিলিঙের কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে বলে খবর।

সঙ্গে থাকুন ➥
X