৩-৪ ডিগ্রি নামবে পারদ, দীর্ঘ খরা কাটিয়ে অবশেষে দক্ষিণবঙ্গে ফিরল শীত, আজকের আবহাওয়া

Published on:

south bengal weather

শ্বেতা মিত্র, কলকাতাঃ অবশেষে এসে গেল সেই দিন যে দিনটার জন্য দীর্ঘ অপেক্ষা করছিলেন বাংলার মানুষ। শেষমেষ দীর্ঘ খরা কাটিয়ে আজ মঙ্গলবার থেকে বাংলায় ঠান্ডা অনুভব হতে শুরু করেছে। তবে এখানেই শেষ নয়, নতুন বছরের শুরুর দিকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের পারদ হু হু করে নামতে শুরু করবে। আজ থেকে আগামী কয়েকদিনের মধ্যে ৩ থেকে ৪ ডিগ্রি অবধি বাংলার তাপমাত্রা কমতে পারে বলে ইঙ্গিত দিয়েছে আলিপুর হাওয়া অফিস। হ্যাঁ ঠিকই শুনেছেন। ফলে আপনিও যদি সোয়েটার বা জ্যাকেট আলমারিতে তুলে রেখে দিয়ে থাকেন তাহলে বের করে নিন। যাইহোক, জেনে নিন আজ সারাদিন বাংলার আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

জেনে নেওয়া যাক আজ সারাদিন দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। হাওয়া অফিসের মতে, আজ হাওড়া, মেদিনীপুর, আসানসোলের মতো শহরগুলি সহ মনোরম ও শুষ্ক আবহাওয়া থাকবে। স্বাভাবিকের তুলনায় কম থাকবে পারদ। এছাড়া কুয়াশার দাপট তো রয়েইছেই।

উত্তরবঙ্গের আবহাওয়া

আপাতত কোনও উল্লেখযোগ্য বৃষ্টিপাতের সম্ভাবনা নেই উত্তরবঙ্গে। কুয়াশার কারণে দৃশ্যমানতা ব্যাহত হওয়ার সম্ভাবনা। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ির মতো উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা সর্বনিম্ন ৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে।

আজ ঘন কুয়াশার জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে জলপাইগুড়ি ও কোচবিহার জেলায়। এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন

আগামীকালের আবহাওয়া

এবার জেনে নেওয়া যাক বুধবার বাংলার আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানের মতো জেলাগুলিতে সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা দিতে পারে। সেইসঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥