শ্বেতা মিত্র, কলকাতাঃ অগ্রহায়ণের শেষের দিকে এই রাজ্যে শীতের কামড় টের পেয়েছিলেন সাধারণ মানুষ। তবে মাঝখানে তাপমাত্রা বেড়েছে। দোসর সেই পশ্চিমী ঝঞ্ঝা, নিম্নচাপ। এদিকে জানুয়ারির শুরুতে পারদ বেশ কমছিল। কিন্তু পশ্চিমী ঝঞ্ঝা আবার ছন্দ কেটে দেয়। ফলে ফের উপরে উঠতে শুরু করে পারদ। তবে কী শীত বিদায়ের পথে?
অন্য কথা বলছে আবহাওয়া দফতর। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, পূর্বাভাস, আগামী দু’দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে পারদ নামতে পারে ২ থেকে ৪ ডিগ্রি। যে ঠান্ডা পড়বে তা আগামী ৩ দিন থাকবে। অর্থাৎ আগামী ৪ দিন দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই শীতের অভাব হবে না। আজ বৃহস্পতিবারও সেটার ব্যতিক্রম ঘটবে না। আজ সকাল থেকে বেশ ঠান্ডা টের পাচ্ছেন মানুষ। সেইসঙ্গে কুয়াশা তো রয়েছেই। তাহলে চলুন জেনে নেওয়া যাক আজ সারাদিন বাংলার আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
মকর সংক্রান্তির আগে দক্ষিণবঙ্গের একটা বড় অংশে শৈত্যপ্রবাহ ভাল হতে পারে। একই পূর্বাভাস হিমালয় সংলগ্ন উত্তরবঙ্গের জেলাগুলিতেও। সেখানেও আগামী ২ দিনে পারদ ২ থেকে ৪ ডিগ্রি কমতে পারে। যা আগামী ৩ দিন পর্যন্ত কার্যকর থাকবে। যাইহোক, আজ আপাতত দক্ষিণের সব জেলায় আবহাওয়া শুষ্ক থাকবে। এদিন দক্ষিণবঙ্গের কিছু জেলা যেমন পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলায় ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে। ফলে মোটা জামা গায়ে দিতে ভুলবেন না।
উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গের কয়েকটি জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাসও রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। তাই গরম পড়লেও শীত যে শেষ পর্যন্ত বিদায় নিয়েছে তা নয়।
আগামীকালের আবহাওয়া
শুক্রবার থেকে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে শহর কলকাতার উদ্দেশ্যে। আলিপুরের পূর্বাভাস অনুযায়ী, এদিন কলকাতার তাপমাত্রা ১২ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। অর্থাৎ ফের একবার ফিরতে চলেছে কনকনে ঠান্ডা আবহাওয়া। দু’দিনে দক্ষিণবঙ্গের সব জেলাতেই ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমবে। এরইসঙ্গে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কালিম্পং জেলার কিছু অংশে বজ্রবৃষ্টি সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।