শ্বেতা মিত্র, কলকাতা: ফেব্রুয়ারি মাসের শুরুতেই ছক্কা হাঁকাল শীত (Winter)। কার্যত বাংলায় শীত যেন বিদায় বেলায় ঘুরে দাঁড়াল। ফলে সকলের গায়ে আবার শীতবস্ত্র দেখা যাচ্ছে। ইতিমধ্যে এক ধাক্কায় প্রায় পাঁচ ডিগ্রি অবধি তাপমাত্রা কমেছে বাংলায়। শুধুই তাই নয়, আগামী কয়েক দিনে আরও তিন থেকে চার ডিগ্রি কমতে পারে বলে পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। আজ বুধবারে বাংলায় ভালো রকম ঠান্ডা থাকবে বলে জানানো হয়েছে হাওয়া অফিসের তরফে। আগামী তিন দিনে দক্ষিণের জেলাগুলিতে তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি কমতে পারে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
ইতিমধ্যে কলকাতায় পারদ নেমে গিয়েছে ১৮ ডিগ্রিতে। এরপর আরও ঠান্ডা কমবে। তারপর আবার তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি বাড়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর বলছে, পারদ ১৫ ডিগ্রির নীচে নামার কোনও সম্ভাবনা নেই। আজ সকাল থেকে আকাশ মেঘলা থাকলেও বেলার দিকের কেটে যাবে। বেরোবে রোদে। বিকেলের দিকে আবহাওয়া পরিষ্কার থাকবে। আজও মূলত তিন জেলায় ঠান্ডা থাকবে এই তিন জেলা হল পুরুলিয়া, বীরভূম ও মুর্শিদাবাদ। উল্লেখিত এই তিন জেলায় তাপমাত্রা ১৪ থেকে ১৫ ডিগ্রি ঘরে ঘোরাফেরা করবে বলেই জানা গিয়েছে।
এছাড়া আজ ঘন কুয়াশার দাপট থাকবে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায়।
উত্তরবঙ্গের আবহাওয়া
দক্ষিণবঙ্গে পাশাপাশি উত্তরবঙ্গের বহু জেলাতে ঠান্ডা ও কুয়াশা দাপট বজায় থাকবে বুধবার বলে জানানো হয়েছে হাওয়া অফিসের তরফে। উত্তরবঙ্গের যে জেলাগুলিতে আজ কুয়াশা থাকবে সেগুলি হল দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, দক্ষিণ দিনাজপুর এবং মালদায়।
এছাড়া হাড় কাঁপানো ঠান্ডা থাকবে দার্জিলিং এবং কালিম্পং জেলায়। এদিন দার্জিলিং জেলার তাপমাত্রা থাকবে ৪ ডিগ্রি এবং কালিম্পং জেলার তাপমাত্রা থাকতে পারে ৫ থেকে ৬ ডিগ্রির আশেপাশেই।
আগামীকালের আবহাওয়া
এবার আসা যাক আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার আবহাওয়া কেমন থাকবে সে ব্যাপারে। এদিনও বাংলার মানুষ শীতের আমেজ অনুভব করতে পারবেন ভালোভাবে। কলকাতা , হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া কোথাও বৃষ্টি হবে না বলে জানিয়েছেন হাওয়া অফিস। কুয়াশা থাকবে। শীত থাকবে উত্তরবঙ্গের দার্জিলিং , কালিম্পং, জলপাইগুড়ি সহ বেশ কিছু জেলায়।