ফেনজলের প্রভাব কাটতেই আসরে জোড়া ঘূর্ণাবর্ত! জানুন কেমন থাকবে আগামীকালের আবহাওয়া

Published on:

weather

প্রীতি পোদ্দার, কলকাতা: গত সপ্তাহে ফেনজলের দাপটের পরোক্ষ প্রভাবে দক্ষিণবঙ্গের (South Bengal) কয়েকটি জেলার বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছিল। আবার কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ এর দাপটও দেখা গিয়েছিল।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

এইমুহুর্তে ঘূর্ণিঝড়ের অবশিষ্ট অংশ নিম্নচাপ রূপে কেরালা উপকূল পেরিয়ে কর্ণাটক উপকূলের কাছাকাছি আরব সাগরে এসে বিলীন হয়েছে। তবে একটি ঘূর্ণাবর্ত কাটতে না কাটতেই পূর্ব বাংলাদেশ এবং উত্তর-পূর্ব আসামে জোড়া ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এছাড়াও উত্তর ভারতে রয়েছে জেড স্ট্রিম উইন্ড। তবে দক্ষিণবঙ্গে এখন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। বরং উল্টে দক্ষিণবঙ্গের পারদ কমবে।

দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গে তাপমাত্রার বিশেষ হেরফের হবে না। তবে দক্ষিণের জেলাগুলিতে কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। সর্বত্র শুষ্কই থাকবে আবহাওয়া। সপ্তাহভর পরিষ্কার থাকবে আকাশ। তবে উপকূল-সংলগ্ন কিছু জেলায় আকাশ আংশিক মেঘে ঢাকতে পারে। সব জেলাতেই সকালের দিকে কমবেশি হালকা কুয়াশা দেখা যাবে। হালকা থেকে মাঝারি কুয়াশায় ঢাকতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, বীরভূম এবং পশ্চিম বর্ধমান জেলার কয়েকটি এলাকা।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

একই আবহাওয়া পরিস্থিতি লক্ষ্য করা যাবে উত্তরের জেলাগুলিতে। আগামীকাল অর্থাৎ বৃহস্পতির রাত থেকে এক ধাক্কায় ৩ থেকে ৫ ডিগ্রি নামতে পারে পারদ। দার্জিলিং, উত্তর দিনাজপুর এবং মালদহ জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। কুয়াশার চাদরে ঢাকতে পারে দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলা। তবে সপ্তাহের শেষে দার্জিলিং ও কালিম্পঙের উঁচু জায়গাগুলিতে হালকা বৃষ্টি কিংবা তুষারপাতের সম্ভাবনা রয়েছে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group