বঙ্গোপসাগরে ঘনাচ্ছে নিম্নচাপ! দক্ষিণবঙ্গে তুমুল ঝড় বৃষ্টির পূর্বাভাস, আগামীকালের আবহাওয়া

Published on:

Weather Update

প্রীতি পোদ্দার, কলকাতা: পূর্বাভাস আগেই মিলেছিল। আর সেই অনুযায়ী গত কয়েকদিন ধরে হালকা-মাঝারি বৃষ্টিতে (Weather Update) ভিজেছে কলকাতা-সহ উত্তর এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলা। আর এই বৃষ্টি একপ্রকার স্বস্তি এনে দিয়েছে মানুষের মনে। কারণ বৈশাখের শেষ তাপপ্রবাহ এতটাই সাংঘাতিক হয়ে উঠেছিল যে গরম রীতিমত হাঁসফাঁস অবস্থা সকলের। আবহাওয়া বেশ উত্তপ্ত ছিল। আর এই আবহে গতকাল সারা রাত বৃষ্টি পেল উত্তর ও দক্ষিণবঙ্গের একাধিক জেলা।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

এদিকে ঘূর্ণিঝড় প্রসঙ্গে হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে গুজরাট সংলগ্ন আরব সাগরে তৈরি ঘূর্ণাবর্ত পূর্ব-মধ্য আরব সাগর ও কর্নাটক উপকূলে আজ নিম্নচাপে পরিণত হতে পারে। এবং পরে সেটি উত্তর দিকে মহারাষ্ট্র উপকূল পেরিয়ে প্রবেশ করতে পারে গুজরাট উপকূলে। সেখানেই শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড় ‘শক্তি’ তে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে বঙ্গোপসাগরেও একটি ঘূর্ণাবর্ত রয়েছে যা দক্ষিণ দিকে এগোচ্ছে। আশঙ্কা করা হচ্ছে মে মাসের শেষ সপ্তাহে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। সেটাও নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে।

দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

আগামীকাল অর্থাৎ শুক্রবার, দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা জারি করা হয়েছে। সব জেলার কয়েকটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। তবে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায় ঝরে বেগ বেশি থাকবে। সেখানে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঘন্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। বাকি জেলাগুলিতে ঝড়ের বেগ থাকবে ৩০-৪০ কিমি হবে। তবে সকলের দিকে আর্দ্রতাজনিত ভ্যাপসা গরম বজায় থাকবে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

আরও পড়ুন: বঙ্গে আসছেন প্রধানমন্ত্রী! জোড়া কর্মসূচি আলিপুরদুয়ারে, নেপথ্যে কারণ কী?

উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের প্রতিটি জেলার কয়েকটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। তাই সব জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। হাওয়া অফিসের তরফে জানা গিয়েছে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুুর এবং মালদা জেলায় ঝোড়ো হাওয়ার বেগ থাকবে ঘণ্টায় ৪০-৫০ কিমি। তবে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝড় উঠবে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group