রাত পোহালেই চার জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝেড়ে বৃষ্টি, কেমন থাকবে আগামীকালের আবহাওয়া?

Published on:

thunderstorm rain

প্রীতি পোদ্দার, কলকাতা: বসন্তের মেজাজ যেন ফিরে এল ফাল্গুনের মরশুমে। ভোর রাত থেকে বেশ অনেকটাই কমছে তাপমাত্রা। আর সেই সুবাদে সকালে শীতের কোমল পরশ গায়ে মেখে ঘুম ভাঙছে বঙ্গবাসীর। তবে দুপুরে সম্পূর্ণ বদলে যাচ্ছে আবহাওয়া। ভরা ফাগুনে আবহাওয়ার এই বিরাট উলাটপুরাণে রীতিমতো তাজ্জব অনেকেই। সকাল থেকে ঠান্ডার আমেজ শহর থেকে জেলায় (Weather Update)। বেলা বাড়লেও ঠান্ডা হাওয়ায় শুষ্ক হচ্ছে ত্বক। ফের সন্ধ্যের পর শীতের শিহরণ সর্বত্র। যার জেরে এখন সর্দি কাশি জ্বর যেন এখন সকলের ঘরে ঘরে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

এদিকে মার্চ মাসে আসতে না আসতেই রোদের দাপট শুরু হয়ে গিয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে দোল এবং হোলির আগেই রাজ্যে বাড়তে পারে তাপমাত্রা। অর্থাৎ কলকাতায় পারদ ছুঁতে পারে ৩৫ ডিগ্রি বা ৩৮ ডিগ্রি সেলসিয়াস ওপরে। কোথাও বা আবার ছোঁবে ৪০ ডিগ্রি সেলসিয়াস। তবে এখনই ঊর্ধ্বমুখী হবে না তাপমাত্রা। আবহাওয়া দফতরের অনুমান, আগামী ১০ মার্চের পর আরও বাড়বে তাপমাত্রা।

দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

আগামীকাল অর্থাৎ শনিবার, দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। অর্থাৎ কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলার আবহাওয়া শুষ্ক থাকবে। আগামী বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কোনও জেলায় বৃষ্টি হবে না। এমনই থাকবে আবহাওয়া। আকাশ মূলত পরিষ্কার থাকবে। রাতের তাপমাত্রা সামান্য কমবে। সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রির আশপাশে থাকবে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

আরও পড়ুনঃ নর্থ ইস্টের বিরুদ্ধে মাত্র ১ বিদেশি, থাকবেন না অস্কারও! হঠাৎ কী হল ইস্টবেঙ্গলে?

উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

আগামীকাল উত্তরবঙ্গের তিনটি জেলায় অর্থাৎ দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পং এর একটি বা দুটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হবে। পাশাপাশি আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদার আবহাওয়া শুষ্ক থাকবে। অন্যদিকে বজ্রবিদ্যুৎ এর সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং এবং কালিম্পঙের কয়েকটি অংশে। জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের একটি বা দুটি জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে। সব মিলিয়ে ওই চারটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দফতর এর তরফ থেকে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group