প্রীতি পোদ্দার, কলকাতা: ডিসেম্বর মাস পড়তে না পড়তেই নিম্নচাপের জেরে হালকা শীতে মজেছিল গোটা রাজ্যে। মাঝে শুরু থেকেই ছক্কা হাতাচ্ছে শীত। গোটা অগ্রহায়ণে একেবারে দাঁপিয়ে খেলেছে। কিন্তু অগ্রহায়ণের শেষভাগ থেকে পৌষের শুরু হতে না হতেই বঙ্গে শীতের মেজাজ ফের কমতে চলেছে। রীতিমত পশ্চিমী ঝঞ্ঝা এবং নিম্নচাপ এই দুইয়ের কাঁটায় আজ থেকে পশ্চিমবঙ্গের পারদ আবার চড়তে চলেছে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে যাওয়ায় ঠান্ডা কিছুটা কমে যাবে রাজ্যে। তবে হালকা ঠান্ডা-ঠান্ডা ভাব থাকবে।
শীত নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আজ অর্থাৎ সোমবার থেকে রাজ্যে আবার কমতে পারে শীত অর্থাৎ তাপমাত্রা ধীরে ধীরে বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস। উত্তরবঙ্গে রাতের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস। তবে রাজ্যের কোনও জেলাতেই এখন বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। কুয়াশা নিয়ে কোনও পূর্বাভাস বা সতর্কতাও এখনও পর্যন্ত জারি করেনি হাওয়া অফিস। এমনকি ঘন কুয়াশার কোনো সতর্কতা জারি করা হয়নি। উত্তর থেকে দক্ষিণে ভোরের দিকে এবং সকালের দিকে হালকা কুয়াশা দেখা যাবে।
দক্ষিণবঙ্গে আজকের আবহাওয়া
আজ দক্ষিণবঙ্গ সহ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৬ ডিগ্রি সেলসিয়াস থাকবে। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ২.৫ ডিগ্রি সেলসিয়াস কম। গতকাল, রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কম। অন্যদিকে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৪০ থেকে ৯৩ শতাংশ। গোটা দিন শুষ্ক এবং শীতল থাকবে। বৃষ্টির কোনো সম্ভাবনা নেই।
উত্তরবঙ্গে আজকের আবহাওয়া
সপ্তাহের প্রথম কর্মদিবসে উত্তরবঙ্গের সব জেলায় অর্থাৎ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা আবহাওয়া শুষ্ক এবং শীতল থাকবে। আগামী শুক্রবার পর্যন্ত এমনই আবহাওয়া থাকবে। একমাত্র শনিবার দার্জিলিং এবং কালিম্পঙের একটি বা দুটি অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। বাকি ছ’টি জেলার আবহাওয়া শুষ্ক থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা এক ডিগ্রি বাড়বে।