প্রীতি পোদ্দার, কলকাতা: আর তো মাত্র কয়েকটা দিন। তার পরেই এবারের মত চৈত্র বিদায় নিয়ে আগমন হতে চলেছে বৈশাখের। তবে গরম অপেক্ষা করেনি বৈশাখের জন্য, সে হাজিরা দিয়ে ফেলেছে অনেকদিন আগে। যার ফলে চৈত্রের শুরুতেই তাপপ্রবাহের (Weather Update) পরিস্থিতি তৈরি হয়েছে রাজ্য জুড়ে। আবহাওয়া দিনের পর দিন এতটাই উষ্ণ হচ্ছে যে ঘরের বাইরে বেরোনোর দুষ্কর হয়ে যাচ্ছে। এই আবহে ফের বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর।
চলতি বছর যে রেকর্ড গরম পড়বে তা অনেক আগেই ভবিষ্যৎবাণী করে দিয়েছিল হাওয়া অফিস। আর সেই হিসেবে মতোই চৈত্রেই তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গের একাধিক জেলায়। ভ্যাপসা গরমের হাত থেকে একদম রেহাই মিলছে না। বর্ষণের পূর্বাভাস এলেও বৃষ্টি আসছে না প্রায় কোথাও। এই পরিস্থিতিতে নতুন সপ্তাহের শুরু থেকে শেষ পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাসই দিয়ে রাখল আলিপুর আবহাওয়া দফতর। একনজরে দেখে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া।
দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া
আগামীকাল অর্থাৎ মঙ্গলবার, দক্ষিণবঙ্গে বেশ কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এদিন বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। তবে ঝড়-বৃষ্টির প্রভাব বেশি থাকবে পশ্চিমের জেলাগুলিতে। পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, হুগলি ও মুর্শিদাবাদে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জানা গিয়েছে আগামী বৃহস্পতিবার ও শুক্রবারও দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এর জন্য মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়া নিয়ে সতর্কতা জারি করা হয়েছে।
আরও পড়ুনঃ পথ খুলল বাংলাদেশ, ভারতের চিকেন নেকের পাশে ভয়ঙ্কর প্ল্যান চিনের!
উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া
দক্ষিণবঙ্গের পাশাপাশি আজ উত্তরবঙ্গেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদায়। তবে সবচেয়ে বেশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে। সেখানে বজ্রবিদ্যুৎ সহ বর্ষণ হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। পাশাপাশি বেশ কিছু এলাকায় ৪০ থেকে ৫০ কিমি গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। কিন্তু আগামীকাল থেকে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |