প্রীতি পোদ্দার, কলকাতা: আগামীকাল থেকেই শুরু মার্চ মাস। আর মার্চ মাসেই গরমের শুভারম্ভ। যদিও এখনো রাজ্যে সেইরূপ গরম পড়েনি। কিন্তু এই আবহাওয়া বেশিদিন স্থায়ী থাকবে না। কারণ খুব শীঘ্রই মার্চের মাঝামাঝি সময় দিনের তাপমাত্রা অনেকটাই বেড়ে যাবে (Weather Update) । এদিকে এই আবহে আবার বসন্তেও উত্তরবঙ্গের আকাশে দুর্যোগের মেঘ দেখা গিয়েছে। আজ ও কাল দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে হতে পারে ভারী বৃষ্টি।
সূত্রের খবর আগামী ২ মার্চ নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকতে পারে উত্তর-পশ্চিম ভারতে। যা ক্রমেই পূর্ব দিকে এগিয়ে যাবে। এ ছাড়া রাজস্থানের উপরেও একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। যার ফলে রাজ্যে দুর্যোগপূর্ণ পরিস্থিতি তৈরি হবে। তবে দক্ষিণবঙ্গে নয় এর প্রভাব পড়বে উত্তরবঙ্গে। সেই কারণেই এখনও বৃষ্টির অনুকূল পরিস্থিতি রয়েছে। তবে কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। একনজরে দেখে নেওয়া যাক আগামীকালের আবহাওয়া।
দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া
আগামীকাল অর্থাৎ শনিবার দক্ষিণবঙ্গের আবহাওয়া শুষ্কই থাকবে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তবে নতুন মাস পড়তেই দিনের তাপমাত্রা একধাক্কায় অনেকটাই বাড়বে। জানা যাচ্ছে মার্চের মাঝেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা বাড়বে ২ থেকে ৩ ডিগ্রি।
আরও পড়ুনঃ মোটা বেতন, প্রচুর চাকরি দিতে চলেছে স্টেট ব্যাঙ্ক! জারি নিয়োগের বিজ্ঞপ্তি
উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে আগামীকাল অর্থাৎ শনিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি উত্তর দিনাজপুরের কোথাও কোথাও বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি হতে পারে। দার্জিলিং, কালিম্পঙে কোথাও কোথাও তুষারপাত হতে পারে। তবে কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় আবহাওয়া শুষ্ক থাকবে। এরপর ৭ মার্চ পর্যন্ত সব জেলারই আবহায়া শুষ্ক থাকবে। উত্তরের জেলাগুলিতে আগামী ২ দিনে তাপমাত্রা বাড়বে ২ থেকে ৩ ডিগ্রি।