প্রীতি পোদ্দার, কলকাতা: নতুন বছর পড়তেই জানুয়ারি মাসের প্রথম সপ্তাহের পর থেকে ফের জাঁকিয়ে বসতে চলেছে শীত। যদিও এর মাঝে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ৫ থেকে ৭ জানুয়ারি উত্তরবঙ্গের বেশ কিছু অঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশার পাশাপাশি তাপমাত্রা বৃদ্ধি পেয়েছিল। এবং দক্ষিণবঙ্গের বেশ কিছু অঞ্চলে ঝাপসা আবহাওয়া ও মেঘাচ্ছন্ন আবহাওয়া দেখা গিয়েছিল। তবে এই মুহুর্তে সেই ঝঞ্ঝা কেটেছে। আপাতত রাজ্যে কনকনে শীতের আমেজ দেখা গিয়েছে।
তবে সেই শীতের আমেজ সাময়িক। কারণ আগামী সপ্তাহের শুরুতে সামান্য বাড়তে চলেছে রাতের তাপমাত্রা। আর জন্য একমাত্র দায়ী পশ্চিমী ঝঞ্ঝা। পৌষ সংক্রান্তির ঠিক আগে আগামীকাল উত্তর-পশ্চিম ভারতে ঢুকবে পশ্চিমী ঝঞ্ঝা। ফলে উত্তুরে হাওয়ার পথে বাধা সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা আবহাওয়াবিদদের। তবে এইমুহুর্তে শুধু কলকাতা নয়, জমিয়ে শীত পড়েছে পশ্চিমাঞ্চলেও। শুক্রবার আরও কিছুটা কমতে পারে তাপমাত্রা।
দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া
আগামীকাল অর্থাৎ শুক্রবার, দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় আবহাওয়া শুষ্ক থাকবে। কোথাও কোনও বৃষ্টির সম্ভাবনা থাকবে না। কনকনে শীতের আমেজ বজায় থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে ২২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। এবং সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে ১৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি সেলসিয়াস নীচে। পশ্চিমের জেলাগুলিতে আরও নামবে পারদ। কনকনে বইবে ঠান্ডা হাওয়া। সকালের দিকে হালকা কুয়াশা থাকবে।
উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া
দক্ষিণের মত উত্তরবঙ্গেও বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। হাওয়া অফিসের তরফ থেকে জানা গিয়েছে, আগামীকাল অর্থাৎ শুক্রবার দার্জিলিঙ, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে সকালের দিকে মাঝারি কুয়াশা থাকবে। এবং দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদার কোথাও কোনও বৃষ্টি হবে না। শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। কনকনে ঠান্ডা হাওয়া বইবে। উত্তরবঙ্গেও তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত নামতে পারে। তারপর ২ দিন পর তা ফের বাড়তে পারে। তবে আগামী ১৩ তারিখ উত্তরের দার্জিলিং এবং কালিম্পঙে হালকা বৃষ্টি হতে পারে।