প্রীতি পোদ্দার, কলকাতা: বেলার দিকে রোদের তেজ থাকলেও বিকেলের পর থেকেই ঘন কালো অন্ধকার করে শুরু হয় কালবৈশাখীর দাপট (Weather Update) এবং বৃষ্টি। মুহূর্তের মধ্যে আবহাওয়া ঠান্ডা হয়ে যায়। যার ফলে বৈশাখেও গরমের দাপট খুব একটা অনুভব করা যাচ্ছে না। তবে এই স্বস্তি খুব সাময়িক। কারণ আগামী সপ্তাহ থেকেই ব্যাপকহারে পারদ ঊর্ধ্বমুখী হতে চলেছে।
এইমুহূর্তে আবহাওয়ার শেষ আপডেট অনুযায়ী জানা গিয়েছে, পঞ্জাব, অসম, উত্তরপ্রদেশ এবং উত্তর বাংলাদেশের উপর ঘূর্ণাবর্ত রয়েছে। আর তার উপর দিয়েই আবার ঝাড়খণ্ড থেকে অসম পর্যন্ত রয়েছে একটি অক্ষরেখা। যার ফলে এই জোড়া ফলায় পশ্চিমবঙ্গে বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। আজও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়-জলের সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। শুধু দক্ষিণবঙ্গই নয়, ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। একনজরে জেনে নেওয়া যাক বিস্তারিত।
দক্ষিণবঙ্গে আজকের আবহাওয়া
আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানা গিয়েছে, আজ অর্থাৎ শনিবারে বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, নদিয়া ও মুর্শিদাবাদ জেলাতে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। দক্ষিণবঙ্গের অন্য জেলাতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে। আগামীকাল অর্থাৎ রবি ও সোমবার দক্ষিণবঙ্গে ঝড়ের সম্ভাবনা থাকবে না। পাশাপাশি বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা অনেকটাই কমে যাবে।
অন্যদিকে রবিবার দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই পাঁচ জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টি বিক্ষিপ্তভাবে কয়েক জায়গায় হতে পারে। তবে সোমবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ একেবারেই কমে যাবে। ধীরে ধীরে তাপমাত্রা আবার ২ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। এমনকী সপ্তাহান্তে পশ্চিমের কয়েকটি জেলায় তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের। অর্থাৎ বৈশাখের গরম শুরু হবে আগামী সপ্তাহ থেকেই।
আরও পড়ুনঃ সুপ্রিম কোর্টের রায়ের পরেও স্কুলে যেতে চাইছেন না বহু শিক্ষক! জানালেন নিজেদের দাবিও
উত্তরবঙ্গে আজকের আবহাওয়া
দক্ষিণবঙ্গের মত আজ উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে ৭০ থেকে ১১০ মিটার বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই সতর্কতা জারি করা হয়েছে জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। পাশাপাশি অন্যান্য জেলায় প্রবল বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে বইবে দমকা ঝোড়ো হাওয়াও। আগামী সোমবার পর্যন্ত থাকবে এমন দুর্যোগপূর্ণ আবহাওয়া। এরপর ধীরে ধীরে তাপমাত্রা বৃদ্ধি পাবে।