নিম্নচাপ কাটিয়ে ফের অস্বস্তিকর গরম! বাড়বে ৫ ডিগ্রি তাপমাত্রা, বিকেলে দক্ষিণবঙ্গের ৫ জেলায় বৃষ্টি

Published on:

Weather Update

প্রীতি পোদ্দার, কলকাতা: দেখতে দেখতে মে মাসও শেষ হতে চলল। রাত পেরোলেই জুনের গৃহপ্রবেশ। কিন্তু নতুন মাস পড়লেও এখনই বর্ষা (Weather Update) নিয়ে কোনো আপডেট দিল না আলিপুর আবহাওয়া দফতর। বিগত কয়েকদিন নিম্নচাপের জেরে উত্তর থেকে দক্ষিণের একাধিক জেলা বৃষ্টিতে বেশ ভিজেছে। যদিও বৃষ্টি হলেও ভ্যাপসা গরম থেকে নিস্তার মেলেনি। তার অন্যতম মূল কারণ হল আর্দ্রতাজনিত আবহাওয়া। তবে এবার ফের তাপমাত্রা বৃদ্ধির অশনি সংকেত দিল হাওয়া অফিস।

আবহাওয়ার শেষ আপডেট অনুযায়ী জানা গিয়েছে, নিম্নচাপ সম্পূর্ণ কেটে গিয়েছে বঙ্গের উপর থেকে। আর নিম্নচাপ কাটতেই ফের চেনা জ্যৈষ্ঠের হাড় জ্বালানো গরম ফিরে এসেছে। দক্ষিণবঙ্গে আবার তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস এল হাওয়া অফিসের তরফে। একধাক্কায় তিন থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে তাপমাত্রা। আপাতত দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই শুকনো আবহাওয়া থাকবে। তবে কয়েক জায়গায় বৃষ্টির পূর্বাভাসও দেওয়া হয়েছে।

দক্ষিণবঙ্গে আজকের আবহাওয়া

হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, আজ অর্থাৎ শনিবার, সপ্তাহের শেষ দিনেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। বিকেলের দিকে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদের কিছু কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। তার সঙ্গে ঝোড়ো হাওয়াও বইবে বলে জানা গিয়েছে।

তবে দক্ষিণবঙ্গের আর কোনও জেলায় এমন পূর্বাভাস নেই এমনকি এর পর থেকেই দক্ষিণের প্রায় সব জেলাতেই আবহাওয়া থাকবে শুকনো। পাশাপাশি আগামী চার দিনে তাপমাত্রা বাড়তে পারে অনেকটাই। গরম ও জলীয়বাষ্পের কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি অনেকটাই বাড়বে।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন

আরও পড়ুন: নয়া ঘোষণায় কর্মী থেকে পেনশনভোগীদের চিন্তা দূর করল EPFO

উত্তরবঙ্গে আজকের আবহাওয়া

নির্ধারিত সময়ের অনেক আগেই উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করেছে। যার দরুন আগামী কয়েক দিন দার্জিলিং-সহ জেলায় জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। আজও দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবার সম্ভাবনা রয়েছে। তবে মালদহ, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টি না হলেও বিক্ষিপ্ত ঝড়বৃষ্টি চলবে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥