প্রীতি পোদ্দার, কলকাতা: গত কয়েকদিন ধরে অর্থাৎ চৈত্রের শেষ এবং বৈশাখের শুরু থেকেই রাজ্য জুড়ে ঝড় বৃষ্টি (Weather Update) অনেকটাই নিয়ন্ত্রণে নিয়ে এসেছে তাপমাত্রা। একদিন আবহাওয়াও বেশ মনোরম ছিল। তবে এবার সুখের দিন শেষ। ফের গরমে পুড়তে চলেছে রাজ্যের অধিকাংশ জেলা।গাঙ্গেয় দক্ষিণবঙ্গে এক ধাক্কায় ছ’ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। বৃষ্টি চলবে শুধু উত্তরবঙ্গে। রোদের তেজ ক্রমশ বাড়বে। আগামী বুধবারের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের।
আবহাওয়ার শেষ আপডেট অনুযায়ী হরিয়ানা ঝাড়খন্ড আসাম এবং উত্তর বাংলাদেশে ঘূর্ণাবর্ত অবস্থান করছে। অন্যদিকে আবার হরিয়ানা থেকে উত্তর বাংলাদেশ পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখা বিস্তার করেছে। এছাড়াও আরও দুই এলাকায় অক্ষরেখা বিস্তার করেছে। যার মধ্যে একটি অক্ষরেখা উত্তরপ্রদেশের ওপর দিয়েই ঝাড়খন্ড ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গ হয়ে বিস্তৃত রয়েছে। এবং অপরটি দক্ষিণ ভারতের বিদর্ভ থেকে গাল্ফ অফ মানার পর্যন্ত বিস্তৃত হয়েছে। আর এই ঘূর্ণাবর্ত এবং অক্ষরেখার কোনো প্রভাব বাংলায় পড়বে না বলেই মনে করছেন আবহাওয়াবিদদের একাংশ। একনজরে দেখে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া।
দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া
আগামীকাল অর্থাৎ মঙ্গলবার সকাল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় পরিষ্কার আকাশ দেখা যাবে। বেলা বাড়তেই তাপমাত্রা হু হু করে বাড়বে। বুধবারের মধ্যে ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। আর্দ্রতাজনিত অস্বস্তিও বাড়বে। ফের চৈত্রের তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে বৈশাখেও। সপ্তাহের শেষে পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ৪১ ডিগ্রি পর্যন্ত উঠতে পারে। এইমুহুর্তে রাজ্যে ঝড় বৃষ্টির কোনো রকম সম্ভাবনা নেই। কলকাতার তাপমাত্রা ৩৭ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে বলে জানা গিয়েছে।
উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া
তবে উত্তরবঙ্গে এখনও বজায় থাকবে বৃষ্টির আমেজ। হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরের একাধিক জেলায়। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আগামী সপ্তাহের শুরু থেকেই উত্তরবঙ্গেও তাপমাত্রা বাড়তে শুরু করবে। পারদ ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। বাড়বে অস্বস্তিও।