প্রীতি পোদ্দার, কলকাতা: মাঝ চৈত্রে ব্যাপক গরম (Weather Update) হাঁসফাঁস অবস্থা রাজ্যবাসীর। সকাল ও সন্ধের দিকে যাও বা মনোরম পরিবেশ থাকে বেলা গড়াতেই তাপমাত্রার পারদ ধীরে ধীরে অনেকটাই বাড়তে থাকে। রোদের তেজও বেশ প্রখর থাকে। এদিন হাওয়া অফিস জানাচ্ছে চলতি সপ্তাহের শেষের দিকেই বেশিরভাগ জেলায় ৩৫ ডিগ্রির ওপর চলে যাবে তাপমাত্রা। আর কলকাতায় তা ছাপিয়ে যেতে পারে ৩৭ ডিগ্রিও! আবহাওয়ার এমন আপডেট শুনে মাথায় হাত রাজ্যবাসীর।
এইমুহুর্তে ঝড় বৃষ্টির পালা কাটিয়ে অবশেষে ব্যাপক গরমের কবলে পড়তে চলেছে রাজ্যবাসী। দক্ষিণবঙ্গে ক্রমশ উপরের দিকে উঠবে পারদ। হুড়মুড়িয়ে বাড়ছে তাপমাত্রা। এদিকে, মৌসম ভবন সূত্রে জন্য গিয়েছে দিল্লি-সহ গোটা উত্তর ভারতে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। রাজস্থান ও গুজরাটেও তাপপ্রবাহ হবে। পড়শি রাজ্য ওড়িশা, ঝাড়খণ্ড ও বিহারেরও নানা জায়গায় তাপপ্রবাহের শঙ্কা। তবে বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণ ভারতে কর্ণাটক, কেরল ও তামিলনাড়ুতে। একনজরে দেখে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া।
দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া
আগামীকাল অর্থাৎ শুক্রবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। চলতি সপ্তাহের শুরু থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার পারদ চড়ছে। আগামী চার-পাঁচদিনের মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলির তাপমাত্রা আরও চার থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত বেড়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে মার্চের শেষ সপ্তাহে সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রির কাছে পৌঁছে যেতে পারে। পুরুলিয়া, ঝাড়গ্রাম ও পশ্চিম বর্ধমানে লু বইতে পারে বলেও সম্ভাবনা। তবে আপাতত দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই।
আরও পড়ুনঃ ইডেন থেকে সেন্টার সরিয়ে নিচ্ছে KKR? পিচ বিতর্কের মাঝেই বড় খবর
উত্তরবঙ্গের আগামীকালের আবহাওয়া
আগামীকাল উত্তরের পার্বত্য এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে জেলায় জেলায়। তবে আগামীকাল উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতে বৃষ্টি বাড়তে পারে বলে পূর্বাভাস হাওয়া অফিসের। উত্তরবঙ্গের তিন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ি জেলাতে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য এলাকায়।