প্রীতি পোদ্দার, কলকাতা: একের পর এক পশ্চিমী ঝঞ্ঝার দাপটে চলতি শীতের মরশুম (Winter Season) পুরোপুরি ভেস্তে গেল। শীতের আমেজে সম্পূর্ণ ভাটা পড়ে গেল। এদিকে মাঘ মাসের প্রথম সপ্তাহ অতিক্রম হয়ে গেলেও এখনো দেখা নেই কনকনে শীতের। এই আবহে আবার পশ্চিমী ঝঞ্ঝার উঁকিঝুঁকি দেখা গেল।
হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে যে আগামীকাল অর্থাৎ বুধবার থেকে উত্তুরে হাওয়ার প্রভাব দক্ষিণবঙ্গে অনেকটাই কমবে। বরং বাড়বে পূবালী হাওয়ার দাপট। ফলস্বরূপ বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প অফুরন্ত ঢুকবে রাজ্যে। এদিকে শীতের প্রভাব কমার পাশাপাশি আগামী ৪৮ ঘণ্টায় রাজ্য জুড়ে বাড়তে চলেছে ঘন কুয়াশার দাপট। তবে আপাতত কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। একনজরে দেখে নেওয়া যাক আগামীকাল উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে আবহাওয়া কেমন থাকবে।
দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া
আগামীকাল অর্থাৎ বুধবার, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলার আবহাওয়া শুষ্ক থাকবে। কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী রবিবার পর্যন্ত এমন আবহাওয়ায় থাকবে। তবে ঘন কুয়াশার দাপট দেখা যাবে কয়েকটি জেলায়। কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়াতে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর। বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া
আগামীকাল অর্থাৎ বুধবার, উত্তরবঙ্গের সব জেলার আবহাওয়া শুষ্ক থাকবে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। দক্ষিণের মত উত্তরেও আগামী রবিবার পর্যন্ত একই আবহাওয়া থাকবে। এমনকি পাহাড়ে তুষারপাতেরও সম্ভাবনা নেই।
তবে ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে উত্তরের জেলাগুলিতে। কোচবিহার, দুই দিনাজপুর এবং মালদহে ঘন কুয়াশার দাপট এতটাই বেশি থাকবে তাই সেখানে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। ঘন কুয়াশায় দৃশ্যমানতা নামবে ২০০ মিটারের নীচে। এবং কোনও কোনও জায়গায় দৃশ্যমানতা ৫০ মিটারেও নেমে যেতে পারে।