চোখ রাঙাচ্ছে ঘূর্ণাবর্ত, এ সপ্তাহে মহা দুর্যোগ! অ্যালার্ট জারি IMD-র

Published on:

Weather

প্রীতি পোদ্দার, কলকাতা: চলতি বছর শীতের কান্ডকারখানা দেখে বেজায় ক্ষুব্ধ শীত প্রেমীরা। কখনও ঠান্ডা আবহাওয়া তো আবার কখনও আবার গরম আবহাওয়া দেখা যাচ্ছে। তাপমাত্রার অস্বাভাবিক ওঠানামা দেখা যাচ্ছে। যার ফলে সর্দি, কাশি এবং জ্বরের প্রাদুর্ভাব দেখা যাচ্ছে। আর এই আবহেই ফের একবার পশ্চিমী ঝঞ্ঝা হাজির।

এক্সক্লুসিভ খবর পড়তে জয়েন করুন Join Now

IMD-র তরফে জানানো হয়েছে দেশে একের পর এক পশ্চিমী ঝঞ্ঝা সক্রিয় হওয়ার কারণে, সারা দেশে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন ঘটেছে। আগামী ৮ ফেব্রুয়ারিতে নাকি আরেকটি পশ্চিমী ঝঞ্ঝা সক্রিয় হওয়ার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে দিল্লিতেও হালকা বৃষ্টিপাত হচ্ছে। আর এই নয়া পশ্চিমী ঝঞ্ঝার আগমনে আগামী ১০ ফেব্রুয়ারি পর্যন্ত বেশিরভাগ রাজ্যে সকাল ও সন্ধ্যায় ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। এমনকি জম্মু ও কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে বৃষ্টি ও তুষারপাতের সতর্কতা জারি করা হয়েছে। রয়েছে বৃষ্টির আশঙ্কা।

বৃষ্টির পাশাপাশি ঘন কুয়াশার সতর্কতা

আবহাওয়ার শেষ রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে উত্তর গুজরাত এবং সংলগ্ন অঞ্চলগুলিতে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। এমনকি বাংলাদেশের উপর দিয়েও একটি ঘূর্ণাবর্ত বিদ্যমান। সঙ্গে আবার জম্মু ও কাশ্মীর এবং সংলগ্ন এলাকায় একটি পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে। পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, রাজস্থান, দিল্লি, উত্তরপ্রদেশ ও কেরলে বৃষ্টি হতে পারে।পাশাপাশি জয়পুর এবং বিকানের-সহ রাজস্থানের ১৩টি জেলায় মেঘ থাকবে। তবে সেখানে বৃষ্টি হলেও হতে পারে। আগামী ৮ এবং ৯ ফেব্রুয়ারি পশ্চিম হিমালয় অঞ্চলে হালকা বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা রয়েছে। তবে শুধু বৃষ্টি নয় থাকবে ঘন কুয়াশার সতর্কতা।

প্রিমিয়াম খবর পড়তে জয়েন করুন Join Now

পঞ্জাব, হরিয়ানা, পশ্চিম উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ, সিকিম, অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এবং ওড়িশায় ঘন কুয়াশা পড়ার পূর্বাভাস রয়েছে। তবে বাংলার এই পশ্চিমী ঝঞ্ঝার সেরম বড় কোনো প্রভাব পড়বে না। তাপমাত্রা অপরিবর্তিত থাকার পাশাপাশি ঘন কুয়াশার দাপট থাকবে। বৃষ্টির কোনো সম্ভাবনা নেই।

দক্ষিণবঙ্গে আজকের আবহাওয়া

আজ দক্ষিণবঙ্গের সব জেলায় শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তারপরও দক্ষিণঙ্গের আবহাওয়ার কোনও পরিবর্তন হবে না। আগামী সোমবার পর্যন্ত সব জেলার আবহাওয়া শুষ্ক থাকবে। তবে আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের কোনও জেলার সর্বনিম্ন তাপমাত্রার কোনো হেরফের হবে না।

উত্তরবঙ্গে আজকের আবহাওয়া

গতকালের মত আজও উত্তরবঙ্গের সব জেলার আবহাওয়া শুষ্ক থাকবে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের কোনও জেলায় বৃষ্টি হবে না। এমনকি তুষারপাতেরও কোনো সম্ভাবনা নেই আগামী সোমবার পর্যন্ত। তবে ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুরের একটি বা দুটি অংশে ঘন কুয়াশা থাকবে। তাই ওই তিনটি জেলার হলুদ সতর্কতা জারি করা হয়েছে। ৫০ মিটারের কাছাকাছি থাকবে দৃশ্যমানতা।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group