বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া বৃষ্টিতে ভিজবে ৪ জেলা, আগামীকাল কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

Published on:

thunderstorm rain weather update

প্রীতি পোদ্দার, কলকাতা: শীত ও বসন্ত কাটিয়ে এবার ধীরে ধীরে আগমন ঘটতে চলেছে গরমের। আর গরমের নাম শুনলেই সকলের মনে এক ভয়ংকর আতঙ্কের সৃষ্টি হয়। এদিকে হাওয়া অফিস বলছে চলতি মরশুমে মার্চের শুরুতেই দক্ষিণবঙ্গে ঊর্ধ্বমুখী হতে পারে তাপমাত্রা (Weather Update)। এই সময়ে কলকাতার তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়ে যেতে পারে। তবে এখনই ঘূর্ণাবর্ত এবং পশ্চিমী ঝঞ্ঝা যাচ্ছে না।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, ফের নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকতে চলেছে আগামী ২ মার্চ থেকে। সঙ্গে জোড়া ঘূর্ণাবর্ত। একটি অসমের উপর অবস্থান করছে। এবং অপরটি রাজস্থান এবং কেরলে রয়েছে। তবে এর প্রভাব দক্ষিণবঙ্গে বিশেষ কোনো প্রভাব পড়বে না। তবে আগামীকাল বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি বা শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে দিল্লিতে। পাশাপাশি পঞ্জাব, হরিয়ানা, চণ্ডিগড়েও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একনজরে দেখে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া।

দক্ষিণবঙ্গের আগামীকালের আবহাওয়া

আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার, দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলার আবহাওয়া শুষ্ক থাকবে। আগামী ৫ মার্চ পর্যন্ত শুষ্ক থাকবে আবহাওয়া। কোথাও কোনও বৃষ্টির সম্ভাবনা নেই। মাঝে মধ্যে হালকা মেঘ করলেও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। অন্যদিকে দিনের সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রাতেও বড় রকমের কোনও হেরফের আসবে না। বাড়বে ২-৩ ডিগ্রি তাপমাত্রা।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

আরও পড়ুনঃ ৩ বছরের জন্য বাড়ল সুবিধা! সরকারি কর্মী ও পেনশনভোগীদের জন্য বিরাট ঘোষণা

উত্তরবঙ্গের আগামীকালের আবহাওয়া

এদিকে দক্ষিণবঙ্গের মত শুষ্ক আবহাওয়া দেখা যাবে না উত্তরবঙ্গে। তার কারণ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে হালকা বৃষ্টিপাত হতে পারে। সঙ্গে হবে বজ্র বিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া। তাই এই চার জেলায় বজ্রপাতের হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আবার এর মধ্যে দার্জিলিং এবং কালিম্পং জেলায় রাতের দিকে তুষারপাতেরও সম্ভাবনা আছে। তবে উত্তরবঙ্গের আরেক এলাকায় অর্থাৎ কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় আবহাওয়া শুষ্ক থাকবে। সেই জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা নেই। কিন্তু পরের দিন থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group