কমবে বৃষ্টি, পাল্লা দিয়ে বাড়বে গরম! আগামীকালের আবহাওয়া

Published on:

Weather Update

প্রীতি পোদ্দার, কলকাতা: বৈশাখের শুরু থেকেই রাজ্যে তাপমাত্রা অনেকটাই নিয়ন্ত্রণে ছিল। আসলে এর অন্যতম কারণ হল কালবৈশাখী এবং বৃষ্টিপাত (Weather Update)। বেশ এতদিন পর্যন্ত বৃষ্টি ও মেঘলা আবহাওয়ার কারণে বৈশাখের দানবীয় গরম খুব একটা মালুম পাওয়া যায়নি। কিছুটা সহ্যের মধ্যে থাকলেও, তা এবার অতীত হতে চলেছে। ইতিমধ্যেই হালকা আঁচে তাপ বাড়াতে শুরু করেছে সূর্য। কিছুদিনের মধ্যে পরিবেশ যে আরও তপ্ত হবে, এবার সেই আভাসটাই দিয়ে দিল আবহাওয়া দফতর।

এই মুহুর্তে আবহাওয়ার শেষ আপডেট অনুযায়ী জানা গিয়েছে যে, গুজরাট উপকূল, মারাঠাওয়াড়া, মধ্যপ্রদেশ, অসম, ওড়িশা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ড সংলগ্ন অঞ্চলে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। তবে এই ঘূর্ণাবর্তের খুব বড় প্রভাব পড়বে না বাংলায়। কিন্তু এই ঘূর্ণাবর্ত ও একাধিক অক্ষরেখা বিস্তারের কারণে ছত্তীসগড়, ওড়িশা, মধ্যপ্রদেশ, গুজরাট ও উত্তরাখণ্ডে ঝড় ও শিলাবৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। একনজরে দেখে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া।

দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

আগামীকাল দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনার রয়েছে। তবে বৃষ্টির পরিমাণ অনেকটাই কম থাকবে আগামীকাল থেকে। আর তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়বে গরম। চলতি সপ্তাহের শুরুতে কিছুটা ঝোড়ো আবহাওয়া থাকলেও, পূর্বাভাসে সপ্তাহান্তে শুষ্ক ও উষ্ণ আবহাওয়ার ইঙ্গিত দেওয়া হয়েছে। ফলে গোটা বাংলায় গরম ফিরে আসার ইঙ্গিত। আগামীকালও রাজ্যে কলকাতা সহ বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রপাত এবং বৃষ্টিপাত হচ্ছিল, যার সাথে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া বইবে।

আরও পড়ুনঃ ৩২ পড়ুয়ার মধ্যে পাশ মাত্র ২, তাও টেনেটুনে! মাধ্যমিকে ‘লাস্ট বয়’ হল মালবাজারের এই স্কুল

উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গের সব জেলাতেও আগামী বৃহস্পতিবার পর্যন্ত ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং-সহ উপরের দিকের পাঁচ জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। তবে মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরের আবহাওয়ার পরিবর্তন হবে শুক্রবার থেকে। এদিকে দক্ষিণের মতো উত্তরবঙ্গের এই তিন জেলাতে গরম ও অস্বস্তিকর পরিবেশ তৈরি হবে উইকেন্ডে। এই অঞ্চলে ঝড়ের সম্ভাবনা কমে গেলেও, বিশেষ করে দার্জিলিং সহ উচ্চতর জেলাগুলিতে ঝড়ের সাথে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন
গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥